ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও হয়রানির চেষ্টা

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সঙ্গে ব্যবসা করছেন এক পোশাক ব্যবসায়ী। তিনি বাংলাদেশে একাধিক তৈরি পোশাক প্রতিষ্ঠানের মালিক। বাংলাদেশ থেকে এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরিকৃত পোশাক এখানে রপ্তানি হয়ে আসে। তিনি দেশের পাশাপাশি এখানেও ব্যবসা করছেন। এখানে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান গড়েও তুলেছেন। তিনি অল্প সময়ের মধ্যে তার ব্যবসাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, যা তাকে আরো সামনে দিকে এগিয়ে যেতে ও ব্যবসা বাড়াতে উৎসাহিত করছে। কিন্তু তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু মানুষ তার পেছনে উঠেপড়ে লেগেছে। তাকে নানাভাবে হয়রানি ও ব্ল্যাকমেল করার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি এ দেশে কারো ব্যাকআপ নিয়ে আছেন কি না কিংবা কারো পৃষ্ঠপোষকতায় কাজ করছেন কি না, তাও খোঁজার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা।
সূত্র জানায়, ওই ব্যবসায়ী কারো পৃষ্ঠপোষকতায় কাজ করছেন না। বরং তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের প্রসার বাড়াচ্ছেন আর কাজ করছেন। এ কারণে তিনি কমিউনিটির সঙ্গেও খুব বেশি মেশার সুযোগ পান না। মাঝেমধ্যে দু-একটি অনুষ্ঠানে যোগ দেন। তার ইচ্ছা ছিল কমিউনিটির মানুষের জন্য কাজ করার। কিন্তু তাকে হয়রানি ও ব্ল্যাকমেল করার কারণে তিনি কমিউনিটি থেকে অনেকটাই দূরে আছেন।