মাথুর দাস
চতুর্দিকে বাড়তে থাকা অসুর
দাপায়, কাঁপায় আর গর্জে, হামলায়-
ফি শরতে ডাকতেও নেই কসুর,
আশায় থাকি যদি ‘সে’ এসে সামলায়।
প্রাণের দায়ে কাতর জনে সব
‘বাঁচাও’ ‘বাঁচাও’ করে আর্ত রব,
আকাশ-বাতাস জল-স্থল কি বনে;
শান্তি পেতে সইছে না যে সবুর,
সহ্য-সীমা শেষ হয়-হয়, তবু-
এবারও বিফল দুর্গা অসুর নিধনে।
-দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, ভারত