বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। বিশেষ করে স্টেজ শো নিয়ে সারা দেশেই ছুটে বেড়াচ্ছেন এ শিল্পী। গত কয়েক মাস টানা স্টেজ ব্যস্ততাতেই কেটেছে তার সময়।
এ বিষয়ে সালমা বলেন, আসলে শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকেই টানা ব্যস্ততায় কাটছে সময়। দেশের বিভিন্ন স্থানে শো করছি। এখনো এই ব্যস্ততাটা কমেনি।
হয়তো বর্ষা মৌসুম এলে কিছুটা কমবে। তবে এই শোর ব্যস্ততাটা আমি খুব উপভোগ করছি। এ দিকে স্টেজের বাইরেও সালমা বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন গান নিয়ে। এরই মধ্যে নতুন কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে বেশ বেছে বেছেই কাজ করছেন সালমা। এ গানগুলো আসছে পয়লা বৈশাখে প্রকাশের কথা রয়েছে।
এ বিষয়ে সালমা বলেন, আসলে খুব বেশি কাজ করছি তা না। মানসম্পন্ন কাজগুলো করছি। গত বেশ কিছুদিনে কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছি। এ গানগুলো নিয়ে আমি আশাবাদী। এগুলো পয়লা বৈশাখে প্রকাশের কথা রয়েছে। আমার বিশ্বাস গানগুলো ভালো লাগবে সবার। লালনের গান নিয়ে অ্যালবাম করার ইচ্ছে আছে সামনে?
উত্তরে সালমা বলেন, আমি লালনের গানের অ্যালবাম ইতোমধ্যে করেছি। সামনেও লালনের গান করার ইচ্ছে রয়েছে। তবে এখনতো আর অ্যালবাম প্রকাশের রীতি নেই। তাই হয়তো সিঙ্গেল আকারে গান প্রকাশ করবো। বেশ কিছু গান আমি নির্বাচন করে রেখেছি। সামনে এগুলো রেকর্ডিং করবো।