ব্যাটিং ব্যর্থতায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের শোচনীয় হার

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি আসরে বাংলাদেশ ক্রমান্বয়ে যে উন্নতি করেছিল, মনে আশা জাগিয়েছিল বিশ্বকাপে একটা ভালো কিছু করার। সেখানে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই খেয়েছে বিশাল বড় এক ধাক্কা। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে ফিরে গেছে ব্যাটিং ব্যর্থতার সেই মায়াজালে।

১৭ অক্টোবর সোমবার ৬২ রানের জয় তুলে নিয়েছে মোহাম্মদ নবীর দল। আফগানদের করা ১৬০ রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ৯ উইকেট হারিয়ে ৯৮ রানে। মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ২৯ রান করেন।

আফগানদের করা ১৬০ রান তাড়া করতে নেমে ৪৭ রানেই ৭ উইকেট হারায় টাইগাররা। এরপর মোসাদ্দেক হোসেন আর মোস্তাফিজুর রহমান মিলে বাংলাদেশের স্কোরকে নিয়ে যান একটা সম্মানজনক অবস্থানে। তবু শেষ পর্যন্ত দলীয় স্কোর তিন অঙ্কের ঘরেও নিতে পারেনি টাইগাররা। থেমে গেছে ৯৮ রানে।

সর্বোচ্চ ২৯ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩৩টি বল খেলেন তিনি। দুটি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন দুটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। তিনি খেলেন ৩১ বল।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মহাবিপদে পড়ে বাংলাদেশ। ৫ম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট হারিয়ে বিপদ বাড়ান সাকিব আল হাসান ও আফিফ হোসেন ধ্রুব। ২৬ রানে মাথায় হারায় ৪ উইকেট। ২৮ রানে ৫ম এবং ৪৬ রানের মাথায় হারায় ৬ষ্ঠ উইকেট। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে।

রান তাড়া করতে নেমে আজও মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে ইনিংস উদ্বোধন করতে পাঠানো হয়। তার সঙ্গী ছিলেন নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে ১৯ রান সংগ্রহ করেন দুই ওপেনার। নাজমুল হোসেন শান্ত এ সময় ৯ বলে ১২ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে যান।

এরপর ব্যাট করতে নেমে ৪ বল খেলে মাত্র ১ রান করেই বিদায় নেন সৌম্য সরকার। সাকিব আল হাসানও আউট হলেন একইভাবে। ৪ বল খেলে করেন ১ রান। আফিফ হোসেন ধ্রুব তো গোল্ডেন ডাক মেরেই বিদায় নিলেন। সপ্তম ওভারের প্রথম বলে আফগান পেসার ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান ইয়াসির আলী রাব্বিও। তিনিও কোনো রান করতে পারেননি।

নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক কিছুটা আশার আলো জ্বালেন। কিন্তু সোহান ৮ বল খেলে ১৩ রান করে আউট হয়ে যান। মোসাদ্দেক-মোস্তাফিজ ছাড়াও ১০ বলে ৬ রান করেন তাসকিন আহমেদ।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান।

ঠিকানা/এনআই