ব্যাপক নির্বাচনী প্রচারে নামছেন প্রধানমন্ত্রী

রাজনীতি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৭ মার্চ রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে আওয়ামী লীগ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে জনসভা করবেন।
প্রধানমন্ত্রী ইতালি ও ভ্যাটিকান সফর শেষে গত ১৭ ফেব্রুয়ারি রাতে দেশে ফেরার পর গণভবনে আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার দিনের এ সফরকালে রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিক্যান সিটিতে ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে পৌঁছলে দলের নেতারা তাকে স্বাগত জানান। এ সময় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশের সামগ্রিক বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। ওবায়দুল কাদের জানান, আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। ওই জনসভাকে কেন্দ্র করে ঢাকায় বড় ধরনের শোডাউনের প্রস্তুতি রয়েছে। এ জন্য গত ১৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে রাজধানীর পাশের ১০টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট জেলাগুলোর দলীয় এমপি, সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভা ডাকা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী সিটি করপোরেশনে অনুষ্ঠেয় জনসভার প্রস্তুতির বিষয়ে জানতে চান। ওই জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এরপর আগামী ৩ মার্চ খুলনা সিটি করপোরেশন এলাকায় ভাষণ দেবেন তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি দলীয় নেতাদের সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় জনসভা করার আগ্রহ দেখান। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মরহুম সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে সভা করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী ওই স্মরণসভায় উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী নেতাদের জানিয়েছেন, চট্টগ্রাম সফরের আগে তিনি গাজীপুর ও ময়মনসিংহ সফর করবেন। এরপর তিনি পর্যায়ক্রমে সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণার আগেই সব সিটি করপোরেশন এলাকা সফর করবেন। তারপর জেলাপর্যায়ে নির্বাচনী সফরে যাবেন। তিনি ইতোমধ্যে সিলেট ও বরিশালে নির্বাচনী সফর করেছেন।
গতকাল গণভবনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার, অধ্যক্ষ মেরিনা জাহান, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় শ্রমিকলীগ সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা. ইকবাল আর্সলান ও মহাসচিব ডা. এম এ আজিজ উপস্থিত ছিলেন।