স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের ঝড়ে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওঁকে। খেলাটিতে ৬১ থেকে ৭৪ মিনিটে চার গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার। এমন নৈপুণ্যের পর ব্যালন ডি’অর জয়ের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি।
ব্রাজিলিয়ান তারকা নেইমার নবম মিনিটেই এমবাপ্পের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন। এক গোলের অগ্রগামীতায় প্রথমার্ধ্ব শেষ করা পিএসজি খেলাটিকে এমবাপ্পের সুবাদে লিওঁর ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় বিরতির পর। ফলে ৫-০ গোলের বড় এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এমবাপে ১৩ মিনিটের ব্যবধানে গোলগুলো করে ৪৫ বছরের মধ্যে সবচেয়ে দ্রুততম চার গোলের ফরাসি রেকর্ড গড়েন । ১৯ বছর ৯ মাস বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের করে নিয়েছেন সবচেয়ে কম বয়সে চার গোল করার রেকর্ডটিও।
ফরাসি স্ট্রাইকারের সাফল্যের রাতে ৮৫ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিয়েছে পিএসজি। ফরাসি লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে প্রথম নয় ম্যাচে টানা জয়ের কীর্তি গড়ল তারা। টানা আট খেলায় জয়ের আগের রেকর্ডটি ছিল ১৯৩৬ সালে অলিম্পিক লিলোসের গড়া। দল ও নিজের এমন নৈপুণ্যের পর ব্যালন ডি’অর জিততে চান কি না জানতে চাইলে এমবাপ্পে বলেন, ‘ব্যালন ডি’অর? কেন নয়? আমি কোনো কিছুই (জয়ের সম্ভাবনা) বাদ দেইনি।’ রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় আরও বলেন, ‘আমি উন্নতি করা ও খেলা অব্যাহত রাখব। যদি এটা আসে, আসবে। আর যদি না আসে, কোনো সমস্যা নেই।’