ব্রঙ্কসের নীরব আবার সরব হলো

ছন্দা বিনতে সুলতান : গত ২৬ মে ব্রঙ্কসের স্টারলিংয়ে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে নীরব রেস্টুরেন্ট আবার সরব হলো। উল্লেখ্য, নীরব রেস্টুরেন্ট মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। নীরব ছিল অত্যন্ত মানসম্মত ও সুস্বাদু খাবারের একটি রেস্টুরেন্ট। ভোজন রসিকরা দূর-দূরান্ত থেকে এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে আসত। নীরব রেস্টুরেন্ট অতীতের মতোই সুস্বাদু ও মুখরোচক খাবার পরিবেশন করবে এটাই সকলের বিশ্বাস। নীরব রেস্টুরেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন নীরবের স্বত্বাধিকারী বখতিয়ার রহমান খোকন। তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বাংলাদেশী-আমেরিকান কম্যুনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, কম্যুনিটি এক্টিভিস্ট রিয়াজ কামরান, মোতাসিন বিল্লাহ তুষার, মির্জা মামুন।

বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াসউদ্দীন মসজিদের প্রধান উপদেষ্টা কৃষিবিদ আব্দুস সবুর, ওয়েলফেয়ার কমিটি কাউন্সিলের প্রধান আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, ডাইভারসিটি হোমস ইনকের প্রেসিডেন্ট, সিইও এমরান রন শাহ, এশিয়ান ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট অ্যাড সিইও এসআর লিংকন, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট এন ইসলাম মামুন প্রমুখ।