নিউ ইয়র্ক : বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদকে নতুন জায়গায় আরো বৃহত্তর পরিসরে বহুতল করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য জায়গা কেনা হচ্ছে। বাংলাবাজার জামে মসজিদটি স্থানান্তর করে পার্শ্ববর্তী দ্বিগুণ আয়তনের জায়গায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে ৬ তলা মসজিদ ভবন নির্মাণ করা হবে।
মসজিদের সহ-সভাপতি মো. এমদাদ তার মসজিদের সামনের বাড়িটি মসজিদের জন্য ছেড়ে দেবেন। এর বিনিময়ে মসজিদের বর্তমান ভবনটি দেয়া হবে তাকে। আর মো. এমদাদের এ বাড়ি এবং তার পার্শ্ববর্তী খালি জায়গাটি ক্রয় করে তৈরি করা হবে বিশাল আয়তনের বহুতল মসজিদ ভবন। গত ২৮ সেপ্টেম্বর, শুক্রবার, বাদ জুমা অনুষ্ঠিত মসজিদের কার্যকরী ও উপদেষ্টা কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষারের পরিচালনায় যৌথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, সিংগেরকাচ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা একেএম আবদুন নুর, উপদেষ্টা ইফতেখার সিরাজ, খলিলুর রহমান মাস্টার, ডা. আবদুস সবুর, এডভোকেট কায়্যূম চৌধুরী, আসেফ বারী টুটুল, আবদুর রব দলা মিয়া, সিপিএ আহাদ আলী, আনোয়ার হোসেন, মসজিদের সহ-সভাপতি ইলিয়াস আলী ও মো. এমদাদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ-কোষাধ্যক্ষ শাহ আলম, কার্যকরী সদস্য- মো. বখতিয়ার রহমান খোকন, মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, মিজানুর রহমান, সদস্য বারী শিকদার, সামাদ মিয়া জাকের প্রমুখ।
সভায় মসজিদটি সামনের জায়গায় বৃহত্তর পরিসরে স্থানান্তর করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। সভায় জানান হয়, বর্তমান ২৫ ফুট বাই ১০০ ফুট আয়তনের বাংলাবাজার জামে মসজিদ পার্শ্ববর্তী দ্বিগুণ আয়তনের জায়গায় ৬ তলা বিশিষ্ট মসজিদ হবে। এজন্য প্রাক্কালিত ব্যয় ধরা হয় প্রায় ৪ মিলিয়ন ডলার। এ সময় সুষ্ঠু ও সুন্দরভাবে নতুন মসজিদ ভবন তৈরির জন্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
সভায় মসজিদ ভবন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে ফান্ড রেজিং কমিটি পুনঃগঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট ফান্ড রেজিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে ডা. আবদুস সবুরকে এবং সদস্য সচিব করা হয়েছে ইকবাল হোসেনকে। কমিটির অন্য সদস্যরা হলেন- এডভোকেট কায়্যূম চৌধুরী, আসেফ বারী টুটুল, আবদুর রব দলা মিয়া, সিপিএ আহাদ আলী, হারুন ভূঁইয়া, সাইদুর রহমান লিংকন, মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, মো. আহসান রাসুল নাসির। এছাড়া কার্যকরী কমিটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক লালন আহমেদও পদাধিকার বলে এ কমিটির সদস্য। ফান্ড রেজিং কমিটিকে শিগগির তাদের কার্যক্রম শুরু করার অনুরোধ জানান হয়।
সভায় সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন নতুন জায়গায় বহুতল মসজিদ ভবন নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে বলেন, সবার সহযোগিতায় বর্তমান মসজিদটি ব্যাংক ঋণ মুক্ত হলেও কর্জে হাসানা মুক্ত হতে আরো প্রায় ১ লাখ ৪০ হাজার ডলার প্রয়োজন।
তিনি বলেন, বর্তমানে এ মসজিদে জুমার নামাজে দু’টি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। তারপরও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়। আরো ৫ বছর পরে কি অবস্থা হবে, তা সবাইকে ভেবে দেখার আহবান জানিয়ে তিনি বলেন, এজন্য এখনই সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা দরকার।
তিনি বলেন, সম্প্রতি সিটি বিল্ডিং ডিপার্টমেন্টও মসজিদ ভবন পুনর্নির্মাণের জরুরি নির্দেশনা দিয়েছে। সে আলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।