নিউইয়র্ক : আগামী ১৫ এপ্রিল রোববার ব্রঙ্কসের পার্কচেস্টারস্থ গোল্ডেন প্যালেসে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে। এই দিন দুপুর ১২ টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন ওয়েল কেয়ার হেলথের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমদ। এ উপলক্ষে দুপুর ১২ টায় গোল্ডেন প্যালেসের সামন থেকে সংগঠনের বর্ণাঢ্য বৈশাখী শোভা যাত্রা বের হবে। দুটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নিউইয়র্কের কন্সাল জেনারেল শামীম আহসান এবং দ্বিতীয় পর্বের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য এবং সাপ্তাহিক ঠিকানার সম্পাদকম-লীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ, এসেম্বলিম্যান মেম্বার লুইস সুপালভেদা, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন এর সিইও মোহাম্মদ আবু তাহের, মাস্টার অব ল মোহাম্মদ এন মজুমদার, এটর্নি ব্রুশ এস ফিসার, মোহাম্মদ আনোয়ার হোসেন, রহুল আমিন সিদ্দিকি ও শেখ আল মামুন।
অনুষ্ঠানে রয়েছে বৈশাখী শুভাযাত্রা, পান্তা ইলিশ পরিবেশনা, বৈশাখী কবিতা পাঠের আসর, নাটিকা, শিশু কিশোরদের পরিবেশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু কিশোরদের পরিবেশনায় অংশ নেবে আমাদের পাঠশালা। দুপুর ১২ টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনকে সফল করতে আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের যুগ্ম সম্পাদিকা মিসেস মাকসুদা আহমেদকে আহবায়ক ,সংগঠনের কার্যকরী কমিটির সিনিয়ার সদস্য মোহাম্মদ সাদী মিন্টুকে সদস্য সচিব এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলকে প্রধান সমন্বয়কারী করে ১১ সদস্য বিশিষ্ট একটি বৈশাখী মেলা প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
গত ৮ এপ্রিল রোববার এ ব্যাপারে সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা থেকে অনুষ্ঠানকে সুন্দর ও উপভোগ্য করতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় মেলার আহবায়ক মাকসুদা আহমদ কার্যকরী কমিটির নিকট মেলার বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করেন। সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোশাহিদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর কবির শামীম, সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, কোষাধ্যক্ষ রেহানুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক শাহ কামাল আহমদ, বৈশাখী মেলার আহবায়ক মাকসুদা আহমদ ও প্রধান সমন্বয়কারী শাহ বদরুজ্জামান রুহেল। সাপ্তাহিক ঠিকানা, বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন মেলার মিডিয়া পার্টনার হিসাবে কাজ করবে। সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, বৈশাখী মেলার আহবায়ক মাকসুদা আহমদ, সদস্য সচিব মোহাম্মদ সাদী মিন্টু এবং প্রধান সমন্বয়কারী শাহ বদরুজ্জামান রুহেল এক যুক্ত বিবৃতি উক্ত অনুষ্ঠান সুন্দর ও সার্থক করতে সাংবাদিক, সংগঠক, কমিউনিটি নেতৃবৃন্দ সহ সকল মহলের সর্বাত্ত্বক সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।