নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিরান কালচারাল এসোসিয়েশনের কার্যকরী কমিটির এক সভা গত ১৩ মে রোববার ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৪ জুন রোববার সংগঠনের পথমেলা ব্রঙ্কসের ওযাটারবেরীতে করার সিন্ধান্ত নেওয়া হয় । পথমেলা সফল করতে সংগঠনের সহ সভাপতি মোশাহিদ চৌধুরীকে আহবায়ক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরীকে সদস্য সচিব ও সংগঠনের সিনিয়ার সদস্য সৈয়দ ইলিয়াছ খছরুকে প্রধান সমন্বয়কারী, যুগ্ম আহবায়ক লোকমান হোসেন লুকু, জে মোলা সানী, মাকসুদা আহমদ, যুগ্ম সদস্য সচিব আলমগীর কবির শামীম, সুহেল আহমদ, ইয়াকুব আলী সমন্বয়কারী আবুল খায়ের আকন্দ, আলতা মিয়া ,শাহ কামাল ও রাফাত চৌধুরীকে নিয়ে পথমেলা প্রস্তুতি কমিটি গঠন করা হয় । এছাড়া সিনিয়ার সহসভাপতি জাকির আহমদকে আহবায়ক করে স্টল উপ কমিটি এবং সিনিয়ার সদস্য মোহাম্মদ সাদী মিন্টুকে আহবায়ক করে রাফেল ড্র উপ কমিটি গঠন করা হয় । আগামী ২৯ মে গল্ডেন প্যালেসে ইফতার পার্টি করার এবং তা পরিচালনার জন্য সংগঠনের ধর্ম ও সমাজসেবা সম্পাদক ইয়াকুব আলীকে আহবায়ক ও সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদকে সদস্য সচিব ও কোষাধ্যক্ষ রেহানুজ্জামানকে প্রধান সমন্বয়কারী করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয় । এছাড়া বনভোজন আয়োজনের সিদ্ধান্ত ও বনভোজন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় ব্রঙ্কসের বিশিষ্ট ব্যবসায়ী বাংলা টাউন সুপার মার্কেটের সত্বাধিকারী কাওছারুজ্জামান কয়েছ বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয় । পথমেলা উপলক্ষে স্মারক সংকলন প্রকাশের দায়িত্ব বন্টন, র্যাফেল ড্রর সূচনা ১৫ এপ্রিল বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বৈশাখী মেলায় সহযোগিতার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়ার সহ সভাপতি জাকির আহমদ, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোশাহিদ চৌধুরী ,যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, আলমগীর কবির শামীম,সাংগঠনিক সম্পাদক সারোয়ার চৌধুরী ,সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ,কোষাধ্যক্ষ রেহানুজ্জামান , ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ইয়াকুব আলী,কার্যকরী কমিটির সদস্য সৈয়দ ইলিয়াছ খছরু, মোহাম্মদ সাদী মিন্টু, ও আলতা মিয়া । প্রেস বিজ্ঞপ্তি।