ঠিকানা রিপোর্ট: ব্রঙ্কসে এক ঠান্ডামাথার গোলাগুলিতে ফ্লায়ার বিতরণকারী মহিলা এরিলিডা জিমেনেজসহ ৩ জনের প্রাণহানী ঘটেছে। ক্যাসেল হিলের সিনসিনাটাস এবং র্যান্ডাল এভিনিউর মধ্যবর্তী ৬২০ ক্যাসেল হিল এভিনিউতে উক্ত গোলাগুলি ও প্রাণহানী সংঘটিত হয় বলে ২২ জুন জানা গেছে।
নিউ ইয়র্ক পুলিশ সূত্রে জানানো হয় যে, ফ্লায়ার বিতরণকারী মহিলা এরিলিডা জিমেনেজ ছাড়া মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো অপর ২ ব্যক্তি হচ্ছে ৩৩ বছর বয়স্ক মুস্তাফা মুডি টার্ভার এবং সমবয়সী ক্রিস্টোফার বাটার এলিনে। নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের সহকারি ডিটেকটিভ প্রধান জেসন উইলকক্স জানান যে ফ্লায়ার বিতরণকারী নিহত জেমিনেজ হত্যাকারীর আদৌ টার্গেট ছিলনা। সে একটি ডাইনের বাইরে ইন্স্যুরেন্সের প্যাম্ফলেটস বিলি করছিল এবং লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার হয়ে প্রাণ হারিয়েছে। এদিকে ৫৬ বছর বয়স্ক মিশেল হলিংসওয়ার্থ জানান যে তিনি নিহত ২ সন্তানের জনক মুডি এবং অপর নিহত বাটারকে চিনতেন। গোলাগুলির পর হলিংসওয়ার্থ চেক-ক্যাশিং ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের কন্যা এবং কুকুরসহ বেরিয়ে আসেন এবং তার সামনেই ২ সন্তানের জনক বাটারকে মাটিতে ঢলে পড়তে দেখেন। তার কানের পেছনে মাথার সাথে একটি বুলেট লেগে থাকতেও তিনি দেখতে পান। তার মাথা থেকে বেসামাল বেগে রক্ত ঝরছিল। মাথায় গুলিবিদ্ধ মুডিকে দ্রুত জ্যাকবি মেডিক্যাল সেন্টারে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জিমেনেজও অকুস্থলে মারা যান।