ব্রঙ্কসে বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বাংলা মেলায় প্রবাসীদের ঢল

নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বছরের প্রথম জমজমাট বাংলা পথমেলা। গত ২৪ জুন রোববার চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল ব্রঙ্কসের ওয়াটারবারী এভিনিউ এলাকায় আয়োজিত এ পথমেলা। মেলায় নেমে ছিল উৎসবমুখর প্রবাসীদের ঢল। উদ্বোধনের পর সময়ের সাথে সাথে মেলায় বাড়তে থাকে প্রবাসীদের ভীড়। একদিকে কেনা-কাটা, হৈ-হুল্লোড়, অন্যদিকে স্টেজ মাতিয়ে রাখেন শিল্পী শাহ মাহবুব, রানু নেওয়াজ, কৃষ্ণা তিথি, রোকসানা মির্জা, শারমিন তানিয়া, কামরুজ্জামান বকুল, সোনিয়া সহ অন্যান্যরা। সাংস্কৃতিক পর্বের শেষ আকর্ষণ ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসআই টুটুল। টুটুলসহ অন্যদের গানে মাতোয়ারা ছিলেন প্রবাসীরা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিল মেম্বার রুবিন ডিয়াজ, কী নোট স্পীকার ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার। আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলার গ্র্যান্ড স্পন্সর এটর্নী ব্রুশ ফিসার, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার বাংলা টাউনের স্বত্বাধিকারী কাওছারুজ্জামান কয়েছ, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি ও এনওয়াই ইন্সুরেন্সের সিইও শাহ নেওয়াজ, ওয়েল কেয়ারের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমদ, বাংলাদেশী আমেরিরান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, বাংলাদেশী কমিউনিটি এডভান্সমেন্টের সভাপতি রিয়াজ উদ্দীন কামরান, বাংলাদেশ সোসাইটি ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন ও কার্যকরী সদস্য বাকের আজাদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল এহিয়া, বাংলাদেশী আমেরিরান ডেমক্রেটিক সোসাইটির সভাপতি সুলেমান আলী, সহ সভাপতি রফিকুল ইসলাম, নর্থ ব্রঙ্কস কমিউনিটি কাউন্সিলের সভাপতি সিরাজ খান, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওছার আহমদ, জালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি মীর্যা মামুন রসিদ, লাকসাম ফাউন্ডেশনের সভাপতি আব্দুল তিতুমির, ওসমানী নগর সমিতির সভাপতি বশির উদ্দীন প্রমুখ। এ সময় কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার বিভিন্ন পর্বে বক্তব্য রাখে বাংলা মেলা প্রস্তুতি কমিটির আহবায়ক মোশাহিদ চৌধুরী, সদস্য সচিব সারোয়ার চৌধুরী, প্রধান সমন্বয়কারী সৈয়দ ইলিযাছ খছরু, মেলার সমন্বয়কারী জে মোল্লা সানী, স্টল উপ কমিটির আহবায়ক মোহাম্মদ সাদী মিন্টু, আয়োজক সংগঠনের সিনিয়ার সহ সভাপতি জাকির আহমদ, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, আবুল খায়ের আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, আলমগীর কবির শামীম, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ণ সম্পাদক শাহ কামাল উদ্দীন, আইন ও স্বাস্থ্য সম্পাদক রাফাত চৌধুরী প্রমুখ।
পঞ্চম ব্রুশ ফিসার বাংলা মেলার সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন এবং তাকে সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক সারোয়ার চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও মেলার সমন্বয়কারী জে মোল্লা সানী।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা, কাউন্সিলম্যান রুবিন জিয়াজ সহ অন্যান্যরা কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য আয়োজক সংগঠন বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজনকে প্রক্লেমশন ও সাইটেশন প্রদান করেন। প্রক্লেমশন প্রাপ্তরা হলেন বাংলা টাউন সুপার মার্কেটের স্বত্বাধিকারী কাওছারুজ্জামান কয়েছ, স্টারলিং ফার্মেসীর মোহাম্মদ আলী, বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকের লোকমান হোসেন লুকু ও মাকসুদা আহমদ, এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিংকন, সঙ্গীত শিল্পি কৃষনা তিথি খান ও রোকসানা মির্জা।
বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানি, হোম কেয়ার সার্ভিস, শাড়ি-কাপড়, গহনা, খাবার স্টলগুলোতেও ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। দুপুরে শুরু হওয়া মেলা শেষ হয় সন্ধ্যা ৮ টায়।
মেলায় ‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে শাহ বদরুজ্জামান রুহেলের সম্পাদনায় মোহনা নামে চার রঙ্গা চমৎকার একটি স্মারক সংকলন প্রকাশিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী মেলায় আগত সবাইকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।