ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে ইফতার মাহফিল

নিউইয়র্ক : ইফতার মাহফিলকে কেন্দ্র করে ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে বসেছিল প্রবাসীদের মিলন মেলা। গত ১৭ মে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এ সময় আগত অতিথিদের স্বাগত জানান অনুষ্ঠানের আয়োজক বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা-সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন। আলোচনায় বলা হয়, কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব ও সহনশীলতা আনয়নে এ ধরণের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।