
ঠিকানা রিপোর্ট : বারী হোম কেয়ার, বারী সুপার মার্কেটের পর নতুন আরেকটি ব্যবসার সঙ্গে যোগ হলো আসেফ বারী টুটুল ও হাসিনা বারী মুনমুনের নাম। সেটি হলো বারী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তারা মূলত বারী হোম কেয়ারের মাধ্যমে বড় পরিসরে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। পাশাপাশি তারা প্রতিষ্ঠা করেন বারী গ্রোসারি। ব্রঙ্কসে এটি গত বছর চালু করা হয়। তারা চেষ্টা করছেন প্রতিটি প্রতিষ্ঠানকেই মানুষের কাছাকাছি নেওয়ার ও সেবা দেওয়ার।
এ বিষয়ে আসেফ বারী টুটুল বলেন, আমরা বারী রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের উদ্বোধন করেছি। এটি চালু হওয়ার পর আমরা ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, এর মাধ্যমে আরো অনেক বেশি মানুষকে সেবা দিতে পারব। আমাদের ইচ্ছা ছিল রোজার আগেই এটি চালু করার। উদ্দেশ্য রোজাদারদের পাশাপাশি সবার জন্য রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করা। এখানে ইফতারির ব্যবস্থা রয়েছে। ইফতার পার্টিসহ যেকোনো পার্টি করার ব্যবস্থাও রয়েছে। এর মাধ্যমে আমরা মানুষকে সেবা দিতে পারব বলে আশা করছি। তিনি বলেন, ব্রঙ্কসে প্রতিষ্ঠানটি করার কারণ হলো, এখানে আমাদের বড় পরিসরের জায়গা রয়েছে এবং যাতায়াতের ব্যবস্থাও ভালো। ব্রঙ্কসে অনেক নতুন প্রতিষ্ঠান হচ্ছে, এটা অবশ্যই ইতিবাচক দিক। তিনি বলেন, আমাদের হোম কেয়ারের সেবা অনেক মানুষ নিচ্ছেন, আমাদের সুপারমার্কেটেও অনেক মানুষ কেনাকাটা করছেন। আশা করছি, বারী রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারেও মানুষ আসবেন এবং সেবা গ্রহণ করবেন। এটি ১৪১২ ক্যাসল হিল অ্যাভিনিউ, ব্রঙ্কসে অবস্থিত।
বারী রেস্টুরেন্টে সুসজ্জিত বারী ক্যাফে যেমন আছে, তেমনি আছে বেসমেন্টে আধুনিক পার্টি হল। এই পার্টি হলে জন্মদিন, বিবাহবার্ষিকী, ইফতার, গায়েহলুদ, সুন্নাতে খাতনা, আকিকা, গেট টুগেদার, সুইট সিক্সটিন, সুইট এইটিন, বিভিন্ন ধরনের বৈঠক, জেনারেল মিটিংসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান করার সুবিধা রয়েছে। এখন বিভিন্ন পার্টির জন্য বুকিং নেওয়া হচ্ছে। সেখানে পার্টি করার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থাও রয়েছে বলে জানান আসেফ বারী টুটুল।
গত সপ্তাহে বারী রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। মোনাজাতে তিনি নতুন রেস্টুরেন্টের ব্যবসায়িক সাফল্য এবং মহান আল্লাহর রহমত কামনা করেন।
উদ্বোধনী দিনে পুরো রেস্টুরেন্টটি বর্ণিল সাজে সাজানো হয়। হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল ও চেয়ারপারসন হাসিনা বারী মুনমুন কমিউনিটির নেতাদের নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অতি অল্প সময়ের আহ্বানে উপস্থিত হওয়ার জন্য কমিউনিটির সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুটুল বলেন, একই ছাদের নিচে এখানে গ্রোসারি, রেস্টুরেন্ট, পার্টি হল ও হোম কেয়ার সেবা চালু করতে পেরেছি। এ জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আমাদের এ যাত্রায় কমিউনিটির সবার সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা রেস্টুরেন্টটি চালু করেছি। এতে একদিকে কমিউনিটির মানুষের কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সম্মানও বেড়েছে।
বারী হোম কেয়ারের চেয়ারম্যান হাসিনা বারী মুনমুন বলেন, নিউইয়র্কে বাংলাদেশিরা সবাই একটি পরিবার। আমাদের মধ্যে এই বন্ধন আরও সুদৃঢ় হোক। নতুন এই ব্যবসার সাফল্য কামনায় সবার দোয়া ও সহযোগিতা চাই। আরো বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট এন মজুমদার ও বাংলাবাজার মসজিদ কমিটির চেয়ারম্যান ডা. আব্দুস সবুর। অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাহাদ সোলায়মান, লায়ন আহসান হাবিব, আলমগীর খান আলম, রাফেল তালুকদার, শাহ জে চৌধুরী, ময়নুজ্জামান চৌধুরী, জামাল হুসেন, সামাদ মিয়া জাকের, মো. খলিলুর রহমান, নূরে আলম জিকু প্রমুখ।
ব্রঙ্কসে বারী হোম কেয়ার, বারী সুপার মার্কেটের পর এবার রেস্টুরেন্টের যাত্রা শুরু করায় সেখানকার অধিবাসীরা আসেফ বারী টুটুল ও হাসিনা বারী মুনমুনকে অভিনন্দন জানান।