ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনক’র আগামী ২১ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘রব-রুহুল’ প্যানেলের বিশাল নির্বাচনী সমাবেশ হয়েছে ব্রঙ্কসে। সমাবেশে বাংলাদেশ সোসাইটিকে গডফাদার মুক্ত করার ঘোষণা দিয়ে বক্তারা বলেন, ‘রব-রুহুল’ প্যানেলের বিজয়ের মাধ্যমেই কেবল এটি সম্ভব। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে গত ৩০ সেপ্টেম্বর রোববার রাতে অনুষ্ঠিত এ নির্বাচনী সমাবেশে ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং আহবাব চৌধুরী খোকন ও শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য মফিজুর রহমান ও এমদাদুল হক কামাল, ‘রব-রহুল’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজিমুর রহমান বুরহান, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আবদুস সহীদ, সহ সভাপতি রফিকুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, নারীনেত্রী সিনিয়ার লিগেল কনসালটেন্ট নাসরিন আহমেদ, ‘রব-রুহুল’ প্যানেলের প্রধান সমন্বয়কারী জে মোল্লা সানী, সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া, সিনিয়র সহ সভাপতি প্রার্থী মহিউদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আজাদ বাকির, কোষাধ্যক্ষ প্রার্থী নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক প্রার্থী রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক প্রার্থী ফয়সল আহমদ, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য প্রার্থী মোঃ সাদী মিন্টু ও ফারহানা চৌধুরী, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমান, সেক্রেটারি মোজাম্মেল হোসেন মুরাদ, ভাইস প্রেসিডেন্ট আলা উদ্দিন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি শাহাদৎ হোসেন,
ঢাকা সোসাইটির সাবেক সভাপতি বাসেত রহমান, কুমিল্লা সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়কারী জাহিদ মিন্টু, নোয়াখালী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সমন্বয়কারী তাজু মিয়া, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সহ সভাপতি লুকমান হোসেন লুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সাংগঠনিক সম্পাদক সারোয়ার চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, বাংলা ক্লাব ইউএসএ’র সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরী, ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মীর সারোয়ার আলী, যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম খান, প্রধান সমন্বয়কারী রিয়াজ উদ্দিন কামরান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মখন মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট মামুন রহমান, হাবিবুর রহমান ফয়েজী, তামিম চৌধুরী প্রমুখ। সভায় কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র প্রেসিডেন্ট হাফিজ ইবাদুর রহমান চৌধুরী।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতায় ‘রব-রুহুল’ প্যানেল ব্রঙ্কসে সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। প্রবাসীর দোয়া আর ভোটারদের ভোটে অবশ্যই ‘রব-রুহুল’ প্যানেল জয়ী হবে। তারা এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা বলেন, এই প্যানেল জয়ী হলে সোসাইটির চলমান কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি ঘোষিত ইশতেহার অনুযায়ী সময়োপযোগী কর্মসূচীর মাধ্যমে সোসাইটিকে আরো শক্তিশালী করা হবে। তারা আরো বলেন, বাংলাদেশ সোসাইটিকে গডফাদার মুক্ত করে সাধারণ প্রবাসীদের সংগঠনে পরিণত করতে হবে।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীরা হলেন : সভাপতি আব্দুর রব মিয়া, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মো. আজাদ (বাকির), কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত। এই প্যানেলের পরবর্তী সভা আগামী ৭ অক্টোবর জ্যামাইকার পানসি পার্টি হলে।
এবারের নির্বাচনে সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। এর মধ্যে ‘রব-রুহুল’ প্যানেলের ১৯ জন এবং ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৭জন করে এবং সভাপতি পদে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন (সোহেল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১০।