ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্রে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

নিউইয়র্ক : যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে গত ২৯ এপ্রিল রবিবার বিপুল সংখ্যক সদ্ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারীর উপস্থিতিতে এস্টোরিয়াস্হ নব প্রতিষ্টিত ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্রে মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত ২৫৬২তম শুভ বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে । এই পূণ্যানুষ্ঠানে ভাবনাকেন্দ্রের প্রধান ভদন্ত সত্যানন্দ থেরোর পৌরোহিত্যে প্রথপর্বে পঞ্চশীল, অষ্টশীল, বুদ্ধ পূজা, ধর্ম দেশনা, সূত্রপাঠ এবং পিন্ড গ্রহণের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিত্রাণ সূত্রপাঠের পর কিছুক্ষণ পিনপতন নীরবতার মাধ্যমে ধ্যান অনুশীলন করা হয় ।
এর পর উপাসিকা অপর্ণা বড়ুয়া এবং উপাসক সুধীর রঞ্জন বড়ুয়ার আশু রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয় । জল ঢালা উৎসর্গ সূত্রপাঠের পর ঘোষণা করা হয় যে, আগামী ২০ মে রবিবার ৩৬-১৬ ৯স্ট্রিট,এলআইসি,এন ওয়াই ১১১০৬ এবং ৩৬ এভিনিউস্হ পি.এস. ৭৬ মিলনায়তনে মিজুরী ষ্টেট থেকে আগত পন্ডিতপ্রবন ভাবনাচার্য ভন্তে বিমলরাংসি মহাথেরো মহোদয় নব প্রতিষ্ঠিত “ব্রহ্ম বিহার ভাবনা কেন্দ্রের” শুভ উদ্বোধন করবেন । এই মহতী পূণ্যানুষ্ঠানে প্রবাসের সকল বৌদ্ধদের উপস্থিত থাকার জন্য ভদন্ত সত্যানন্দ থেরো মৈত্রীময় আহ্বান জানিয়েছেন। এর পর মধ্যাহ্ন আহারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় । প্রেস বিজ্ঞপ্তি