ঠিকানা অনলাইন : ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। স্থানীয় সময় ১ জানুয়ারি রোববার বিকেল তিনটায় কংগ্রেসে কড়া নিরাপত্তার মধ্যে তিনি এ শপথ গ্রহণ করেন। লুলা তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর বিবিসির।
এর আগে প্রবীণ এই বামপন্থী রাজনীতিবিদ ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর আগে লুলা ও পরবর্তী ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিন একটি খোলা গাড়িতে শহর পরিদর্শন করেন।
লুলার শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা বাধা দিতে পারে, এমন শঙ্কায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তবে এ অনুষ্ঠানে বলসোনারো অনুপস্থিত। গত শুক্রবার তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
হাজারো সমর্থক লুলার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে ও উদযাপন করতে কংগ্রেসের সামনে জড়ো হয়েছেন। সমর্থকেরা গায়ে ওয়ার্কার্স পার্টির লাল রঙের টি-শার্ট পরে এতে যোগদান করেছেন। এ ছাড়া সংগীত উৎসবে ৬০ জনের বেশি শিল্পী পারফর্ম করবেন।
ঠিকানা/এনআই