ঠিকানা অনলাইন : ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং এখনো একাধিক ব্যক্তি নিখোঁজ বলে জানিয়েছেন কর্মকর্তারা।
উদ্ধারকর্মীরা অন্তত ৬৩ জনকে উদ্ধার করেছেন। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের মারাজো দ্বীপ থেকে নৌকাটি রাজ্যের রাজধানী বেলেমের দিকে যাচ্ছিল।
ব্রাজিলের নৌবাহিনী জানিয়েছে, ডুবে যাওয়া দ্রুতগতির ওই নৌকাটির ৬৩ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, নৌকাটিতে আরও যাত্রী ছিলেন। তাদের খোঁজে অভিযান চলছে বলে দেশটির জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষাবিষয়ক মন্ত্রী জানিয়েছেন।
নৌকাডুবির ঘটনায় দমকলকর্মীরা ও নৌবাহিনী আলাদা বিবৃতিতে প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল।
দমকলকর্মীরা তাদের বিবৃতিতে জানান, ডুবে যাওয়া নৌকাটির আন্তজেলা জলপথে যাত্রী পরিবহনের অনুমতি ছিল না। এটি রওনাও হয়েছিল অবৈধ একটি বন্দর থেকে। সূত্র : রয়টার্স
ঠিকানা/এনআই