ঠিকানা অনলাইন : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি ছেড়ে আসা স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া। ১ ফেব্রুয়ারি বুধবার রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কমকর্তা মো. জিল্লুর রহমান থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান, মোট ১৩২ কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী লাঙ্গল প্রতীকে ৯ হাজার ৬৩৫ এবং স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ মোটর গাড়ি প্রতীকে ৩ হাজার ২৬৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। যদিও তিনি নিখোঁজ বলে লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী।
এ ছাড়া জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীকে ১ হাজার ৮১৮ ভোট পেয়েছেন। অন্যদিকে নির্বাচন থেকে প্রতীক বরাদ্দের পর স্বেচ্ছায় সরে দাঁড়ানো দুবারের নির্বাচিত মহাজোটের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা আপেল প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট।
ঠিকানা/এনআই