বিশ্বচরাচর ডেস্ক : ‘ডাচেস অব ক্যামব্রিজ’ উপাধি পাওয়া ব্রিটিশ রাজবধু ক্যাথরিনের কোল জুড়ে এসেছে তৃতীয় সন্তান। গত ২৩ এপ্রিল স্থানীয় সময় সকাল ১১টার দিকে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। খবর বিবিসির।
ওইদিন সকাল ছয়টার দিকে প্রসব ব্যাথা নিয়ে লন্ডনের সেন্ট মেরিজ হাসপাতালে ভর্তি হন ক্যাথরিন। দুপুরে তার সন্তান পৃথিবীর আলো দেখার পর ডিউক অব ক্যামব্রিজ খ্যাত যুবরাজ উইলিয়াম তার বড় সন্তান প্রিন্স জর্জ ও মেয়ে প্রিন্সেস শার্লোটকে নিয়ে তার সন্তানকে দেখতে হাসপাতালে যান।