ব্রেট কাভানাহ’র নিয়োগ! থাক ভিক্ষা কুকুর সামাল

এম.এস. হক: সুপ্রিম কোর্ট নমিনী ইউএস কোর্ট অব আপীলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিটের বিজ্ঞ বিচারক ব্রেট কাভানাহ’র বিরুদ্ধে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন এবং বিষয়টি এফবিআইর তদন্তের আওতায় চলে যাওয়ায় অনেকেই ব্যাপারটিকে থাক ভিক্ষা কুত্তা সামালের দৃষ্টিতে দেখছেন। মূলত ডেমক্র্যাটিক দলীয় সিনেটরদের যাবতীয় যুক্তি-তর্ক ও অনুরোধকে উপেক্ষা করে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট জুসিডিয়ারী কমিটি ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতার জোরে সুপ্রিম কোর্টের জন্য মনোনীত বিচারপতি ব্রেট কাভানাহ’র মনোনয়ন চূড়ান্তকরণ (কনফার্মেশন) শেষে ১ অক্টোবর থেকে তাকে নিয়ে সুপ্রিম কোর্টের নতুন পথযাত্রার যে সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগে নিয়েছিলেন শুরুতে সেই পাকা ধানে মই দিয়েছেন ক্যালিফোর্নিয়া কলেজের ৫১ বছর বয়স্কা অধ্যাপিকা ক্রিস্টিন ব্লাসী ফোর্ড। তারপর ৫৩ বছর বয়সী বিচারক কাভানাহ’র যৌন অ্যাসল্ট বিষয়ক অভিযোগের বোঝার উপর শাকের আঁটি চাপালেন নিউ ইয়র্কের বাসিন্দা ৫৩ বছর বয়স্কা ডেবোরা রামিরেজ। অবশেষে ২৮ সেপ্টেম্বর কাভানাহ’র নারী সংশ্লিষ্ট অভিযোগের গোদের উপর বিষফোঁড়া গজিয়ে দিলেন উর্বশী জুলী সুইটনেক। এদিকে কুইন্সের অ্যাক্টিভিস্ট এনা মারিয়া আর্চিলা এবং মারিয়া গ্যালাহারে যুক্তিসিদ্ধ ও আবেগ-উদ্বেলিত ভাষায় সিনেটর জেফ ফ্লেইককে ফুল সিনেটে কাভানাহ’র মনোনয়ন চূড়ান্তকরণের ভোটাভুটির আগে অভিযোগগুলো তদন্তের দায়িত্ব এফবিআইর উপর ন্যস্ত করার সবিশেষ অনুরোধ জানান। এভাবে পৌণে ১ গন্ডা যৌন হয়রানীর অভিযোগ উঠার পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সিনেটর জেফ ফ্লেইক শুনানী অনুষ্ঠানের পরিবর্তে এফবিআইকে অভিযোগগুলো তদন্ত করার জন্য অনুরোধ জানান। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্পও সুপ্রিম কোর্ট নমিনী ব্রেট কাভানাহ’র বিরুদ্ধে আনীত যৌন নির্যাতন মামলা তদন্ত করার জন্য এফবিআইকে নির্দেশ দেন এবং সর্বোচ্চ ৭ দিনের মধ্যে তদন্ত সম্পন্নেরও তাগিদ দেন। ৫ অক্টোবরের মধ্যে এফবিআই তদন্তকারী দল প্রমাণাদি সিনেটে উপস্থাপন করবেন। তখন বাইরের প্রকাশ নিষিদ্ধ করে সিনেট মেজরিটি লীডার মিটচ ম্যাককনেল সম্ভবত কাভানাহ’র মনোনয়নের ব্যাপারে ফ্লোর ভোটের আয়োজন করবেন।
যাহোক, ২৮ সেপ্টেম্বর অধ্যাপিকা ক্রিস্টিন ব্লাসী ফোর্ড বলেন, ম্যারিল্যান্ড হাউজ পার্টিতে কাভানাহ তাকে অ্যাসল্ট বা আঘাত করেছিল এবং মাতাল অবস্থায় ফোর্ডকে জোর করে বিছানায় নিয়ে গিয়েছিল এবং তার চেঁচামেচি ও চিল্লাচিল্লি থামানোর জন্য মুখ চেপে ধরেছিল্লজ এবং অন্যান্যরা হাউজ পার্টিতে ড্রাগ এবং গ্রেইন অ্যালকহলের সাহায্যে মহিলাদের সংজ্ঞাহীনও করতে চেয়েছিল।
অবশ্য মেরীল্যান্ডের অরেগন এবং ফ্লোরিডা থেকে কিছু সংখ্যক প্রমাণাদি সংগ্রহ করে একপক্ষ দাবি করেন যে সোয়েটনিকের বিরুদ্ধে লস্যুটের মামলাসহ লিগ্যাল ডিসপিউটে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে সোয়েটনিকের আইনজীবী মাইকেল এভেনাটি বলেন, সে সকল অভিযোগ ছিল একান্তই ভিত্তিহীন এবং অভিযোগ দাখিলের অল্প দিনের মধ্যেই সেগুলো খারিজ হয়ে গিয়েছিল। সোয়েটনিক অভিযোগ করেন যে কাভানাহ’র সোস্যাল সার্কেলের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি পার্টিতে তিনি সেক্সুয়ালী অ্যাসল্টেড হয়েছিলেন। তবে কাভানাহ সোয়েটনিককে অ্যাসল্ট করেছেন এমন অভিযোগ তিনি করেননি।
যাহোক, জাতীয় পর্যায়ে গঠিত অ্যাডভোকেট ফর র‌্যাপ সারভাইভার্স অ্যান্ড ডাইরেক্টর মিডিয়া ওয়াচ নামক মিডিয়া লিটারেসী অর্গানাইজেশনের পরিচালক আন সিমনটন বলেন, সেক্সুয়াল অ্যাসল্টের শিকারদের অনেকেই পরবর্তী জীবনে নানা সংশয় ও সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ইতোমধ্যে অনেকগুলো সংস্থা অভিযোগকারিণীদের পক্ষাবলম্বন করেছেন বলে জানা গেছে। অত্রএব, সমগ্র পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ শেষে কাভানাহ’র ভাগ্য নির্ধারণের জন্য আগামী শুক্রবার ৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।