ঠিকানা রিপোর্ট: প্রবাসী ব্রাক্ষণবাড়িয়াবাসীদের জন্য ব্রাক্ষণবাড়িয়া সম্মিলনী অব নর্থ আমেরিকার খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো ৩ জুন রোববার। জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউতে নিউ মেজবান রেস্টুরেন্টে এই অনুষ্ঠান সন্ধ্যা ছয়টায় শুরু হয়, শেষ হয় রাত পৌনে নয়টায়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানান বাক্ষণবাড়িয়া সম্মিলনী অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক আসাফ মাশুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি সৈয়দ মো: শওকত। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মাহফুজুর রহমান খুররম- এর সমন্বয় করেন।
ব্রাক্ষনবাড়িয়া সম্মিলনী অনুষ্ঠানের দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ধর্ম সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহিম মাহমুদ। অনুষ্ঠানে ব্রাক্ষণবাড়িয়ার প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিনিয়র ব্যক্তিত্বরা যোগ দেন। এছাড়াও ছিলেন বিভিন্ন বয়সীরা। এরমধ্যে উপস্থিত ছিলেন খুররম খান, সাবেক এমপি শহিদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান, ওবায়দুল্লাহ মামুন, আহ্বায়ক মহসীন আহমেদ, সদস্য সচিব আবুল কালাম লিটন, যুগ্ম সমন্বয়কারী সোহাগ নাজ, মুফতি মাহমুদ খান, হেলাল মিয়া, সমন্বয়কারী দুলাল মৃধা, যুগ্ম সদস্য সচিব সফিউল বাবর, কামরুল হাসান, আবেদ রহমান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাকির খন্দকার, এ কে এম আলমগীর, সাইফুল ইসলাম আলমগীর, কাজী মাঈন, শাহীনুর ইসলাম সাইদুর রহমান, শামসুল আলম, ইবরার আহমেদ, ইসরার আহমেদ, সফিকুল ইসলাম তমাল আহমেদ প্রমুখ।
ব্রাক্ষনবাড়িয়া সম্মিলনী অব নর্থ আমেরিকা খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিলে ব্রাক্ষনবাড়িয়াবাসীদের যারা দেশে, প্রবাসে রয়েছেন তাদের সকলের সুখ, শান্তি ও সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আগামী প্রজন্ম যাতে এলাকাবাসীদের মধ্যে ঐক্য ধরে রাখে এবং আগামীতেও তারা এই ধরণের ইফতারের আয়োজন করে অন্তত তারা মিলিত হয়ে ধর্মীয় পথে পরিচালিত হতে নতুনদের সহায়তা করেন সেই কামনা করা হয়। আব্দুর রহিম মোনাজাতে বলেন, ব্রাক্ষনবাড়িয়াবাসীদের যারা প্রবাসে রয়েছেন আল্লাহ যেন সমস্ত ভাই ও বোনেদের শান্তি সুখ, সমৃদ্ধি দেন। তাদের পরিবার ও সন্তান সন্ততিদেরও সাফল্য দান করেন। বাংলাদেশেরও উন্নতি সমৃদ্ধি ও সাফল্য দান করার জন্য দোয়া করা হয়।
ইফতারের পরে সংগঠনের সভাপতি সৈয়দ মো: শওকত তার বক্তৃতায় ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেওয়ার জন্য সকলকে শুভেচ্ছা জানান ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, অনেকের অনেক ব্যস্ততা সত্বেও যে আপনারা আমাদের ডাকে সারা দিয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনুষ্ঠানে শতাধিক ব্যক্তি যোগ দেন। সভাপতির বৃক্ততার পর সাধারণ সম্পাদক আসাফ মাশুক। বলেন, আমরা অনেকেই অনেক ব্যস্ততার মধ্যে সময় পাড় করি। কিন্তু আজকে আপনারা সবাই আমাদের ডাকে সারা দিয়ে এখানে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগেও আপনাদের সহযোগিতা পেয়েছি আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি। আমাদের এই অনুষ্ঠানে যদি কোন ভুল ত্রুটি থাকে আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন আগামী দিনে ব্রাক্ষণবাড়িয়া বাসীদের মধ্যে ঐক্য ধরে রাখেন এবং বাঙালির যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধগুলো নিজেদের মধ্যে ধরে রাখবেন আশা করি।