ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ২৩শ’ ছাড়াল

একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে একজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ছবি : টিআরটি ওয়ার্ড

ঠিকানা অনলাইন : ভয়াবহ ভূমিকম্পর আঘাত হেনেছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে তা টের পাওয়া গেছে ইসরায়েল, সাইপ্রাস—এমনকি সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত গ্রিনল্যান্ড থেকেও।

এ ভয়ংকর ভূমিকম্পে এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৫০ ছাড়িয়েছে। শুধু তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে ১৫শ’ পার হয়ে গেছে এবং আহত হয়েছেন প্রায় ৫ হাজার ৩৮৫ জন। অপরদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার সরকার, হাসপাতাল ও উদ্ধারকর্মীরা ভূমিকম্পে ৮১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আহত হয়েছেন আরও সহস্রাধিক। প্রথম ভূমিকম্পের ১২ ঘণ্টা না যেতেই ফের ৭ দশমিক ৫ মাত্রার ভুমিকম্পে কেঁপে ওঠেছে তুরস্ক। একই সঙ্গে সিরিয়াতেও এ ভূ-কম্পন অনুভত হয়েছে। পর পর দুইবারের ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দুই দেশে দেখা দিয়েছে ভয়ারহ মানবিক বিপর্যয়।

তুরস্কে ও সিরিয়ায় ঘণ্টায় ঘণ্টায় হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তুরস্ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিতে ৮৪ বছরের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প আর দেখা যায়নি।

১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ শহর ও প্রদেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষামন্ত্রণালয়। এই ভয়ংকর মানবিক বিপর্যয়ে তুরস্ক ও সিরিয়ার প্রতি শোক সমবেদনা জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশের নেতানেত্রীরা। খবর বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, আলজাজিরা, এএফপি, টিআরটি ওয়ার্ল্ড ও ডেইলি সাবাহের।

ঠিকানা/এম