ভারতীয় টিভিতে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আপত্তিকর খবর

স্পোর্টস রিপোর্ট : গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ফাইনাল ম্যাচ ছিল। এরই মাঝে মিডিয়া সরগোল শুরু হয়ে গেছে। কারন ফাইনাল বলে কথা ক্রিকেট মানে মাঠর বাইরে উওাপ থাকবে এটাই স্বাভাবিক। অনেকে তার প্রিয়দল নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে। এটা নতুন কিছু নয়। ক্রিকেট হলো মার্জিত ভদ্র লোকের খেলা, এখানে অভদ্র লোকের জায়গা হয় না। কিন্তু অবাক করা বিষয় হলো ভারতের মতো এক বড় টিম, এবং বড় দেশের জাতীয় চ্যানেল যখন বাংলাদেশের টিম নিয়ে অনৈতিক অসভ্য আচরণ খবর প্রচার করে। তখন আসলে প্রশ্ন জাগে তারা কতটুকু ভদ্র, কতটুকু বড় মনমানসিকতার পরিচয় বহন করে? তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র; কিন্তু বন্ধু রাষ্ট্রের প্রতি কেমন আচরণ করতে হয় তারা কি ভুলে গেছে? ফেসবুক থেকে বাংলাদেশর ফ্যানের প্রতিক্রিয়া ব্যক্ত করেন, এভাবে তা নিচে তুলে ধরা হলো ইন্ডিয়ার এই নিউজ চ্যানেলকে বড় ধরনের মামলা করা উচিত বিসিবির। অসভ্য এই চ্যানেলকে আদালতে তোলা উচিত দেরি না করে।

বাংলাদেশ ক্রিকেট দলকে, পক্ষান্তরে বাংলাদেশকেই বেত্তমিজ (অভদ্র/বেয়াদব/অসভ্য) বলে ঘোষণা করছিল তারা উচ্চস্বরে বাংলাদেশ-ইন্ডিয়া ফাইনালের বিরক্তিকর প্রিভিউ করতে গিয়ে। জাতীয় টেলিভিশন চ্যানেল (অন্যতম) হয়ে একটা স্বাধীন দেশের ক্রিকেট দলকে বেত্তমিজ ঘোষণা করে তারা নিজেদেরকেই বড় মাপের অসভ্য ও বেত্তমিজ প্রমাণ করে ফেলেছে তা বোঝার মতো ঘিলুও নাই এই নিউজ রিপোর্টারদের ইন্ডিয়ান কোনো টিভির নিউজ আমি কখনো দেখি না। নিউজের এই ফুটেজটা আমাকে ট্যাগ করেছেন অনেকেই। ইতোমধ্যে দেশে এটা ভাইরালও হয়ে গেছে মনে হয় ।
বলাবাহুল্য, অন্য কোনো সভ্য বা উন্নত দেশের জাতীয় দলকে নিয়ে আরেক দেশের কোনো ন্যাশনাল মিডিয়া এমন মন্তব্য করলে তাদের বিপক্ষে উকিল নোটিশ পাঠাতো সেই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকার আমি নিশ্চিত।