ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট সানিয়া

ঠিকানা অনলাইন : ভারতে প্রথম মুসলিম নারী হিসেবে যুদ্ধবিমানের পাইলট হলেন উত্তর প্রদেশের সানিয়া মির্জা। সম্প্রতি ন্যাশনাল ডিফেন্স একাডেমির ফাইটার পাইলট হওয়ার পরীক্ষায় পাস করেন তিনি। সামগ্রিকভাবে সানিয়া ১৪৯তম স্থান পেয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর চাকরিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

চলতি বছর ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) পরীক্ষায় নারী-পুরুষ মিলিয়ে মোট ৪০০টি আসন ছিল। এরমধ্যে নারীদের জন্য ১৯টি এবং ফাইটার পাইলটদের জন্য ছিল মাত্র দু’টি আসন।

এ সাফল্যে সানিয়া জানায়, ইংরেজিতে ভালোভাবে কথা বললেই যে যোগ্য প্রার্থী হিসেবে বেশি কদর পাওয়া যায়, এই ধারণা ভুল বলে মনেকরি। হিন্দি মিডিয়ামে পড়েও সফল হওয়া যায় এটাই প্রমাণ। খবর এনডিটিভি।

সানিয়া মির্জা পড়াশোনা করেছেন গ্রামের সরকারি স্কুলে। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যের মধ্যে সেরা হয়েছিলেন তিনি। এরপরেই সেঞ্চুরিয়ন ডিফেন্স অ্যাকাডেমিতে গিয়ে সেনায় যোগদানের প্রশিক্ষণ শুরু করেন সানিয়া।

ঠিকানা/এম