ভারতে অবস্থানরত সালাহউদ্দিনের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছে বিএনপি

ঠিকানা অনলাইন : ভারতে অবস্থানরত দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ ৯ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায় থেকে গত ১ মার্চ মেঘালয় রাজ্যের শিলংয়ের জজ আদালত সালাহউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দেন। একই সঙ্গে তার দেশে ফিরতে কোনো বাধা নেই মর্মে আদেশ দেন আদালত। তাকে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করতেও আদেশে বলা হয়।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে উদভ্রান্তের মতো ঘোরাফেরা করার সময় নিখোঁজের ৬৩ দিন পর ওই বছরের ১১ মে তাকে আটক করে সেখানকার পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়।

প্রায় সাড়ে তিন বছর মামলার কার্যক্রম চলার পর ২০১৮ সালের ১৩ আগস্ট বিচারিক প্রক্রিয়া শেষ হয়। ওই বছরের ২৬ অক্টোবর মামলার রায় দেন শিলং নিম্নআদালত। রায়ে অবৈধ অনুপ্রবেশের দায় থেকে বেকসুর খালাস পান সালাহউদ্দিন আহমেদ। কিন্তু ভারত সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করায় তিনি আর দেশে ফিরতে পারেননি।
দীর্ঘ চার বছর পর নিম্ন আদালতের ওই রায় বহাল রেখে সালাহউদ্দিন আহমেদকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নির্দেশ দিলেন জজ আদালতের আপিল বিভাগ।

সালাহউদ্দিন আহমেদ নিখোঁজের আগে থেকে বিএনপির সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি চলছিল এবং অজ্ঞাত স্থান থেকে তিনি দলের মুখপাত্র হিসেবে ভিডিওবার্তা বিবৃতি গণমাধ্যমে পাঠাতেন।

এদিকে ভারত থেকে যত দ্রুত সম্ভব দেশে ফিরতে উদগ্রীব বলে শিলং থেকে যুগান্তরকে জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, ভারত সরকার তাকে যখনই দেশে পাঠিয়ে দেবেন বা ব্যবস্থা নেবেন, তখনই তিনি দেশে ফিরবেন।

ঠিকানা/এসআর