ভারতে চলন্ত বাসে প্রাইভেট কারের ধাক্কা, শিশুসহ নিহত ১০

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। ২৯ মে সোমবার রাজ্যের মাইসুরুতে একটি প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এ ঘটনায় সবাই নিহত হলেও প্রাইভেট কারের এক আরোহী প্রাণে বেঁচে গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বেপরোয়া গতিতে চলতে থাকা প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসে ধাক্কা মারে। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহতদের উদ্ধার করে। সূত্র : এনডিটিভি

ঠিকানা/এনআই