ভারতে চিকিৎসা নিতে এসে ধর্ষিত ও খুন হলেন বিদেশিনী

বিশ্বচরাচর ডেস্ক : ভারতে চিকিৎসা নিতে আসা ৩৩ বছর বয়সী এক লাটভিয়ান নারী ধর্ষণ ও খুনের শিকার হয়েছেন। স্ক্রোমেন নামে এই নারী দীর্ঘ দিন ধরে বিষণœতায় ভুগছিলেন এবং এই রোগের চিকিৎসার জন্যই আয়ারল্যান্ড থেকে ভারতে আসেন। হতভাগ্য এই নারীকে মদ পান করিয়ে ধর্ষণের পর শিরñেদ করা হয়। হত্যার পর লাশ জঙ্গলের মধ্যে গাছে ঝুলিয়ে রাখা হয়।
নিহত স্ক্রোমেন লাটভিয়ান নাগরিক হলেও গত পাঁচ বছর ধরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বসবাস করছিলেন। গত ফেব্রুয়ারি মাসে বোনকে নিয়ে তিনি দক্ষিণ ভারতের কেরালায় পৌঁছান। জানা যায়, দীর্ঘস্থায়ী বিষণœতার রোগ থেকে মুক্তির জন্য আয়ুর্বেদিক চিকিৎসা নিতে স্ক্রোমেন ভারতে আসার কয়েক সপ্তাহের মধ্যেই নিখোঁজ হন। সর্বশেষ তিনি আয়ুর্বেদিক সেন্টার থেকে বেরিয়ে সমুদ্রতীরে হাঁটতে যান।
গত ২১ এপ্রিল থিরুবল্লম শহরের কাছে আমবাগান থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।