ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ভারতের উড়িষ্যায় হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

২ জুন শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় প্রায় ৬৭০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, শুক্রবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সোয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। এ সময় ৩টি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সবগুলো বগি লাইনচ্যুত হয়।

ঠিকানা/এনআই