ভারতে যেকোনো অন্তঃসত্ত্বা গর্ভপাত করাতে পারবেন : সুপ্রিম কোর্ট

ঠিকানা অনলাইন : গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত নারীর মধ্যে পার্থক্য করা অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন ভারতের শীর্ষ আদালত। দেশটির বিবাহিতা-অবিবাহিতা যে কেউ ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে পারবেন। আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। অবিবাহিতারা অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত করাতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, এ ক্ষেত্রে ২০২১ সালের ‘মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি ল’ সংশোধনের প্রসঙ্গ উত্থাপন করেন আদালত।

অন্যদিকে, ‘বৈবাহিক ধর্ষণ’ নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গর্ভপাতের ক্ষেত্রে বৈবাহিক ধর্ষণকেও ধর্ষণ বলে মন্তব্য করেন আদালত। বিচারপতি চন্দ্রচূড় বলেন, বিবাহিতারাও যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হতে পারেন। বিনা সম্মতিতে স্বামীর আচরণে একজন নারী অন্তঃসত্ত্বা হতে পারেন। প্রসঙ্গত, ভারতে বৈবাহিক ধর্ষণকে আইনি অপরাধ হিসাবে গণ্য করা হয় না। সেই নিরিখে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ উল্লেখযোগ্য।

ঠিকানা/এম