ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুলকে মোদি সরকারের চিঠি

ঠিকানা অনলাইন : ভারত জোড়ো যাত্রা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া। করোনা নিয়ম না মানলে এই অনুষ্ঠান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। ২১ ডিসেম্বর (বুধবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস।

চিঠিতে জানানো হয়েছে, ভারত জোড়ো যাত্রার সময় কোভিড নিয়মগুলো অবশ্যই কঠোরভাবে অনুসরণ করতে হবে। যা বর্তমানে রাজস্থানে চলছিল। ২০ ডিসেম্বর (মঙ্গলবার) রাজস্থানে শেষ দিন ছিল, তারপর হরিয়ানায় প্রবেশ করে জোড়ো যাত্রা।

অংশগ্রহণকারীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। শুধুমাত্র যারা কোভিডের বিরুদ্ধে টিকা নিয়েছেন তারাই অংশগ্রহণ করতে পারবেন। করোনা নিয়ম না মানলে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ভারত জোড়ো যাত্রা স্থগিত করতে হবে।

কংগ্রেসের দাবি, এখন দেশের বিভিন্ন স্থানে জনসভা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তা নিয়ে কোনো সমস্যা নেই।

লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের এমপি অধীর চৌধুরী বলেন, ‘আমি বিজেপির কাছে জানতে চাই যে গুজরাট বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড নিয়ম মেনেছিলেন কি না? আমার মনে হয়, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা মনসুখ মান্ডবিয়া পছন্দ করেননি। কিন্তু মানুষ সেই যাত্রা পছন্দ করছেন এবং যোগ দিচ্ছেন। মানুষের দৃষ্টি সরাতে মান্ডবিয়াকে নিযুক্ত করা হয়েছে।’

কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম বলেন, ‘সেই চিঠি আমি দেখিনি। কিন্তু বর্তমান কোভিড নিয়মগুলো কী অনুসরণ করা হচ্ছে? অন্যান্য সমাবেশে করোনার কোনো নিয়ম নেই। বিজেপি যদি ভয় না পায়, তাহলে হঠাৎ ভারত জোড়ো যাত্রার দিকে তাকাচ্ছে কেন?’

ঠিকানা/এসআর