ভারত-পাকিস্তান সামরিকে কে কতটা শক্তিশালী

বিশ্বচরাচর ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীও হাসপাতালগুলোকে যুদ্ধকালীন প্রস্তুতি নিতে বলেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই খবর শুনে বলেছেন, ভারতও বসে নেই। অন্য দিকে, ভারত সীমান্তের ২৭ গ্রাম খালি করতে বলেছে। এসব সংবাদ থেকে ধারণা করা যাচ্ছে পরমাণু অস্ত্রধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনাটা কতদূর গড়িয়েছে। উভয়েই গোপনে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের অবস্থানকে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন।

সামরিকে কে কতটা শক্তিশালী

ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার জরিপে বেশির ভাগ উত্তরদাতা বলেছেন, কঠোরভাবে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধই একমাত্র সমাধান। অনেকে আবার যুদ্ধের বদলে সার্জিক্যাল স্ট্রাইকের পক্ষে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পর আবার দক্ষিণ এশিয়ায় উত্তেজনা চরমে। কাশ্মিরকে কেন্দ্র করে এই উত্তেজনা। গত ১৪ ফেব্রæয়ারি কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ ভারতীয় জওয়ান নিহত হন। দায়িত্ব স্বীকার করে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদ। সিএনএন জানিয়েছে, ১৯৮৯ সাল থেকে কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী ইস্যুতে সহিংসতায় ৪৭ হাজার মানুষের প্রাণ গেছে। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা দ্বিগুণ। এ অঞ্চলের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান নিজ নিজ দেশে সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে। তা ছাড়া বেশ কয়েক দশক ধরে দেশ দুটি তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। গেøাবাল ফায়ার পাওয়ার ইনডেক্স অনুযায়ী, জনসংখ্যার আনুপাতিক হারে পাকিস্তানে সেনা শক্তি বেশি হলেও ভারত সামরিক দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে। পাকিস্তানের অবস্থান ১৭তম।

সামরিক বাজেট : ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) তথ্যানুসারে, ভারতের ২০১৮ সালের সামরিক বাজেট ৫৮ বিলিয়ন বা ৫ হাজার ৮শ’ কোটি মার্কিন ডলার যা জিডিপির শতকরা ২ দশমিক ১ ভাগ। একই সময়ে পাকিস্তানের সামরিক বাজেট ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার যা দেশটির জিডিপির ৩ দশমিক ৬ ভাগ।

সেনাবাহিনী : ভারতেরসৈন্য ১২ লাখ। ৩ হাজার ৫৬৫টি যুদ্ধ ট্যাংক, ৩ হাজার ১০০ ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল, ৩৩৬টি আর্মার্ড পারসোনেল ক্যারিয়ারস এবং ৯ হাজার ৭১৯ টি আর্টিলারি আছে সেনাবাহিনীর। বিপরীতে পাকিস্তানের সৈন্য সংখ্যা ৫ লাখ ৬০ হাজার। ২ হাজার ৪৯৬টি ট্যাংক, আর্মার্ড পারসোনেল ক্যারিয়ারস ১ হাজার ৬০৫টি এবং ৪ হাজার ৪০৫টি আর্টিলারি গানস আছে যার মধ্যে ৩৭৫টি সেলফ প্রোপেল্ড হাউইটজারস।

বিমানবাহিনী : আইআইএসএস জানায়, ভারতের বিমান বাহিনীতে সৈন্য এক লাখ ২৭ হাজার। তাদের ৮১৪ যুদ্ধবিমান আছে। পাকিস্তানের বিমান বাহিনীর সৈন্য সংখ্যা ৪৫ হাজার। যুদ্ধবিমান আছে ৪২৫টি। এর মধ্যে চীনের তৈরি এফ-৭পিজি এবং আমেরিকার তৈরি এফ-১৬ ফাইটিং ফ্যালকন জেট আছে।

নৌবাহিনী : ভারতে নৌবাহিনীতে কর্মী আছে ৬৭ হাজার ৭০০। দেশটির ১৬টি সাবমেরিন, ১৪ ডেস্ট্রয়ার, ১৩ ফ্রিগেটস, ১০৬টি পেট্রোল অ্যান্ড কোস্টাল ভ্যাসেলস, যুদ্ধ করতে সক্ষম ৭৫ বিমান। পাকিস্তানের আছে ৯টি ফ্রিগেটস, ৮টি সাবমেরিন, ১৭টি পেট্রোল অ্যান্ড কোস্টাল ভ্যাসেলস ও যুদ্ধ করতে সক্ষম ৮টি বিমান।

পরমাণু অস্ত্র : ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্যমতে, ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু অস্ত্র সমৃদ্ধ। ভারতের ৯ ধরনের ক্ষেপণাস্ত্র আছে। এর মধ্যে অগ্নি-৩ যা ৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে। পাকিস্তানের কাছে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র আছে যা ভারতের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে শক্তিশালী শাহীন-২ ক্ষেপণাস্ত্র যা দুই হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। পাকিস্তানের ১৪০-১৫০টি নিউক্লিয়ার ওয়ারহেড আছে যেখানে ভারতের আছে ১৩০-১৪০টি।

সাম্প্রতিক বিস্ফোরক সব মন্তব্য

নরেন্দ্র মোদি : পাকিস্তানের সঙ্গে আলোচনার সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। কাশ্মিরে হামলার পেছনে পাকিস্তানের মদদের ইঙ্গিত করে তিনি বলেন, জঙ্গি ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া মানে তাদের উৎসাহিত করা।

ইমরান খান : ভারত কোনোভাবে আক্রমণ করে বসলে সাথে সাথে তার কড়া জবাব দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মমতা ব্যানার্জি : লোক সভা নির্বাচনের ঠিক আগে কেন এত বড় হামলার ঘটনা ঘটল তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে তদন্ত না করে পাকিস্তানের ওপর দোষ চাপানো উচিত নয় মন্তব্য করেও বিতর্কের জন্ম দেন মমতা।

কঙ্গনা রানাউত : বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমিকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলে আখ্যা দিয়েছেন বলিউডের বর্তমান জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। পাশাপাশি আহ্বান জানিয়েছেন চ‚ড়ান্ত ব্যবস্থা নেওয়ার। তিনি বলেছেন, কেবল পাকিস্তানের শিল্পীদের ভারতে নিষিদ্ধ করলেই হবে না, পাকিস্তানকেই ধ্বংস করতে হবে।

লে. জে. ঢিলন : কাশ্মিরে কেউ বন্দুক হাতে নিলেই তাকে হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিনার কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ঢিলন।

নভজ্যোত সিং সিধু : কিছু হাতেগোনা মানুষের জন্য পুরো দেশকে দায় দেয়া উচিত নয় বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন সাবেক ক্রিকেট খেলোয়াড় ও পাঞ্জাবের পর্যটনমন্ত্রী নভজ্যোত সিং সিধু।

হরভজন সিং : আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলতে ভারতের ক্রিকেট দলকে আহ্বান জানিয়েছেন সাবেক ভারতীয় অফস্পিনার হরভজন সিং। প্রয়োজনে ম্যাচটি ওয়াকওভার দিয়ে দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।