ভালোবাসার রঙ

ভালোবাসার রঙ যদি লাল হয়
তবে তা মিশে যাবে, লাল গোলাপের রঙের সাথে।
জবা ফুলের লাল রঙের সাথে
সূর্যের লাল রঙের সাথে
লজ্জাবনত নববধূর গালের সাথে।

ভালোবাসার রঙ যদি হয় নীল
তবে সে ভালোবাসায় সিক্ত হবে
পুকুরের নীলপদ্ম
তবে সে ভালোবাসায় বয়ে বেড়াবে
নীল আকাশের নীলিমা রাশি
সাগরের নীল জলে লেখা হবে
নীলনদের কাব্য।

ভালোবাসার রঙ যদি হয় কালো
তবে তা ঢেকে দেবে পূর্ণিমার চাঁদ।
কালো গোলাপের তীব্র গন্ধে
অসুরভিত বাতাসে বয়ে আনবে ধূলো-ঝড়-বালি।
সে ঝড়ে ভাঙবে হৃদয়-মন
কেড়ে নেবে ঘুম
চোখের নিচে পড়বে কালি।

ভালোবাসার রঙ যদি হয় সাদা
তবে সাদা গোলাপের গন্ধে
সুরভিত হবে গগণের নৃত্য
যার উল্লাসে নাচবে মানুষের চিত্ত।
শ্বেতকপোতীরা উড়ে বেড়াবে
সাদা মেঘের ভেলায়।
ভালোবাসার রঙ ছড়াবে
নানা রকম খেলায়।
-নিউ ইয়র্ক।