মামুন জামিল :
ভালোবাসার উঠছে বলক
চটপটি কি ফুচকাতে,
গোলাপ, টগর, রক্তজবা
গাঁদা ফুলের বোঁচকাতে!!
উর্বশীদের শাড়ির ভাঁজে
খোঁপায় গোঁজা ফুলটাতে
ভালোবাসার লুকোচুরি
যায় না ধরা ভুলটাতে!
ঘূর্ণি হাওয়ায় উড়ছে দেখো
ভালোবাসা দিগ্বিদিক,
হৃদয়জালে পড়ছে ধরা
কেউ বোঝে না ঠিক-বেঠিক!
ও সোহাগী, ও চামেলী
কইরে তোরা জলদি আয়
বকুলতলে, বটের মূলে
ভালোবাসা চরকি খায়!!