ভালোবাসি

ইছমত হানিফা চৌধুরী :

হাজার জনসমুদ্রে দিয়ে ফাঁকি
আমার শুধু ইচ্ছে করে
তোমার কাছে থাকি
হঠাৎ তোমার গায়ে,
গোপনে হাত রাখি।
ভয়ে ভয়ে কেমন করে
হয়ে গেল প্রেম,
বুঝবে আমি ভালোবাসা,
বুকের মাঝে লাঙ্গল চাষা
কীভাবে যে শিকড় ছড়ালেম
আমার শুধু ইচ্ছে করে
সঙ্গে ভেসে যেতে,
ভাসতে ভাসতে জ্যোৎস্না নয়
চাঁদকে কাছে পেতে।