সুজন দাশ
মিছিল মিছিল চৌদিকে মিছিল
উত্তাল জনপদ,
ভাষার জন্য দিয়েছি রক্ত
রাঙিয়েছি রাজপথ!
চেয়েছিল ওরা কেড়ে নিয়ে ভাষা
বানাবে ওদের দাস,
আমরা বনব খেলার পুতুল
যেন তুরুপের তাস!
গর্জে উঠল ছাত্র-জনতা
পেশাজীবী আছে যত,
একজোট হয়ে করে প্রতিবাদ
সকলে যে যার মতো।
রফিক সালাম বরকত ওরা
হাসিমুখে দেয় প্রাণ,
লেখে গাফফার দুখো জাগানিয়া
প্রভাতফেরির গান!
বর্বরতার সেই হলো শুরু
মুক্তিযুদ্ধে শেষ,
বাঙালিরা পেল জাতিসত্তার
নতুন বাংলাদেশ।