ভাড়ার জন্য বাড়িওয়ালার হাতে ভাড়াটিয়া খুন

ঠিকানা অনলাইন : নারায়ণগঞ্জে দেড় হাজার টাকা বকেয়া বাড়িভাড়া না দেওয়ায় বাড়িওয়ালার হাতে মেহেদী হাসান (৫২) নামের এক ভাড়াটিয়া খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাড়িভাড়ার বকেয়া দেড় হাজার টাকার জন্য বাড়ির মালিক এতিম সুজনের ভাই রানার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় মেহেদী হাসানের। ওই সময় রানা ধাক্কা দিয়ে মেহেদী হাসানকে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন।

আহত মেহেদীকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, মেহেদীকে বাড়িওয়ালা মারধর করার কারণেই এমন ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বাড়িভাড়াকে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে বাড়িওয়ালা রানা ভাড়াটিয়া মেহেদী হাসানকে ধাক্কা দিলে তিনি আহত হন। ওই সময় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার সময় স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। তবে লাশ ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ঠিকানা/এনআই