ভিখারির তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ

বিশ্বচরাচর ডেস্ক : আশ্রয়হীন ও ভিখারির তালিকায় ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ওপরে স্থান মিলেছে পশ্চিমবঙ্গের। গোটা দেশে চার লাখেরও বেশি ভিখারি রয়েছে।

এর মধ্যে ৮১ হাজার ভিখারি শুধু পশ্চিমবঙ্গেই আছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী থাওয়ার চাঁদ গেলহট এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া ভারতে মোট ভিখারির সংখ্যা চার লাখ ১৩ হাজার ৬৭০ জন। এর মধ্যে দৃই লাখ ২১ হাজার ৬৭৩ জন পুরুষ। এক লাখ ৯১ হাজার ৯৯৭ জন মহিলা।

গেলহট লোকসভায় লিখিতভাবে জানানো হয়েছে, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ভিখারি ও আশ্রয়হীন তালিকায় উত্তর প্রদেশ দ্বিতীয় ও তৃতীয়স্থানে অন্ধ্রপ্রদেশ। পিটিআই।