ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। ৭ অক্টোবর শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ২-০ গোলে হারায় লাল-সবুজের দল।

দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট করে আছে ইয়েমেন ও স্বাগতিকদের। তবে গোল পার্থক্যে ই-গ্রুপের শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তারা ৮-০ গোলে ভুটানকে এবং ৪-০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে ২-১ গোলে হারায় সিঙ্গাপুরকে।

ম্যাচের শুরু থেকেই ইমরান খানদের খেলাতে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। যার ফল তারা পেয়ে যায় ম্যাচের ১০ মিনিটেই। ভুটানের বিপৎসীমায় ডান প্রান্ত দিয়ে আসাদুল মোল্লার ক্রস। উড়ে আসা বলে হেড করেন মোহাম্মদ নাজিম উদ্দিন। গোলকিপার বল গ্রিপে নিতে ব্যর্থ হলে উল্লাসে মেতে ওঠেন গ্যালারির দর্শকেরা।

ম্যাচের ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। বক্সের ২০ গজ দূর থেকে অধিনায়ক ইমরান খানের ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে দেন মোলতাজিম আলম। ভুটানের গোলকিপার রিগজিন গোনাম পরাস্ত হলে ফের উৎসবের উপলক্ষ আসে লাল-সবুজ শিবিরে। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা। রোববার ইয়েমেনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ।

ঠিকানা/এনআই