ভোগের প্রচ্ছদে মডেল সৌদি রাজকুমারী

ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রচ্ছদে মডেল হয়েছেন সৌদি আরবের রাজকুমারী হায়ফা বিনত আবদুল্লাহ আল-সৌদ। আর এ নিয়ে শুরু হয়ে গেছে চরম বিতর্ক। অবশ্য ভোগ ম্যাগাজিনের আরব অঞ্চলের সংস্করণেই শুধু দেখা গেছে রাজকুমারীকে।
টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ভোগ ম্যাগাজিনের জুন মাসের সংখ্যায় প্রচ্ছদে স্থান পেয়েছেন সৌদি রাজকুমারী হায়ফা। প্রচ্ছদে লাল রঙের হুডখোলা মার্সিডিজ গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন তিনি। হায়ফার পরনে ছিল সাদা রঙের পোশাক, হাতে চামড়ার কালো দস্তানা এবং পায়ে হাই হিল জুতা।

সৌদি রাজকুমারী হায়ফা বিনত আবদুল্লাহ আল-সৌদ

রক্ষণশীল সৌদি আরবে নারীদের গাড়ি চালনার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৪ জুন থেকে এ নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হবে।
সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া নিয়ে নারী আন্দোলনকারীদের ব্যাপক ধরপাকড় ঘটনার মধ্যেই ভোগের প্রচ্ছদে রাজপরিবারের সদস্যকে মডেল করা হলো। তাও আবার ছবির বিষয়বস্তু হলো নারীদের গাড়ি-চালনা।


ভোগ ম্যাগাজিনকে হায়ফা বলেছেন, ‘আমাদের দেশের কিছু রক্ষণশীল মানুষ পরিবর্তনকে ভয় পায়। এমন অনেক মানুষ শুধু এ জন্যই পরিচিত। ব্যক্তিগতভাবে আমি এ ধরনের পরিবর্তনকে সমর্থন করি।’
প্রচ্ছদের ছবিটি তোলা হয়েছে জেদ্দার একটি মরু অঞ্চলে। আইরিশ চিত্রগ্রাহক বুও জর্জ ছবিটি তোলেন।