ভোট জালিয়াতির প্রমাণ নেই : মার্কিন নির্বাচন কমিশন

ঠিকানা অনলাইন : রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার প্রচার শিবির থেকে একের পর এক ভোট জালিয়াতির অভিযোগের জবাব দিয়েছে মার্কিন নির্বাচন কমিশন। দেশটির চলমান নির্বাচনে ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই বলে জানায় কমিশন।

মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনের কর্মকর্তা এলেন উইনট্রব মার্কিন জনগণের উদ্দেশে বলেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো ধরনের ভোট জালিয়াতির প্রমাণ তাদের কাছে নেই।

৭ নভেম্বর শনিবার সকালে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে তিনি বলেন, দেশজুড়ে সাধারণ মানুষ, নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞ পুরো নির্বাচন-প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। তারা দেখছেন নির্বাচন কীভাবে হয়েছে। তারা কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেননি।

তিনি বলেন, অবৈধ ভোট নেওয়া, ভোট জালিয়াতিসহ এমন যেসব অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। এসবের কোনো প্রমাণ নেই তাদের কাছে।

এদিকে নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট গণনায় ‘জালিয়াতির’ যে অভিযোগ তুলেছেন, সেটি নিয়ে তার দল রিপাবলিকান পার্টিতে চরম মতভেদ দেখা দিয়েছে।

ঠিকানা/এনআই