ভোট ফর দ্য হোমো, নট ফর দ্য ক্যুমো : সিন্থিয়া

ঠিকানা রিপোর্ট: ১৯৭৭ সালের সিটি মেয়র নির্বাচনে ডেমক্র্যাটিক দলীয় তৎকালীন প্রার্থী বর্তমান গভর্নর এন্ড্রু কুমোর পিতা ম্যারিয়ো ক্যুমোর অন্যতম নির্বাচনী স্লোগান ছিল: ভোট ফর ক্যুমো, নট দ্য হোমো। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী এড কডের সেক্সুয়ালিটির প্রতি কটাক্ষ করে স্লোগানটি তৈরি করা হয়েছিল। আর বর্তমানে গভর্নর পদে ডেমক্র্যাটিক দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী খোলামেলা লেসবিয়ান সিন্থিয়া নিক্সনের নির্বাচনী স্লোগান হচ্ছে: ভোট ফর দ্য হোমো নট ফর দ্য ক্যুমো। মহিলা সমকামী সিন্থিয়া নিক্সন ক্ষমতাসীন গর্ভনর ক্যুমোকে নয় বরং হোমো হিসেবে তাকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। আলবেনীতে অনুষ্ঠিত ১১৮তম বার্ষিক লেজিসলেটিভ করেসপন্ডেন্টস এসোসিয়েশন শোতে লেসবিয়ান নিক্সন এ আহ্বান জানান বলে ১৪ মে জানা গেছে।
১৯৭৭ সালে তৎকালীন মেয়র এড কচের বিরুদ্ধে গভর্নর ক্যুমোর পিতার বিফল প্রতিদ্বন্দ্বিতাকালীন একটি স্লোগানের প্রসঙ্গ টেনে আনেন সিন্থিয়া। সমবেতদের উদ্দেশ্যে সিন্থিয়া বলেন, এন্ড্রু ক্যুমো নোংরা রাজনীতির জন্য বহুল পরিচিত। ক্যুমোর ১৯৭৭ সালের নোংরামিপূর্ণ স্লোগান এবং গলাকাটা রাজনৈতিক প্রচারণার ইতিহাস আমার ক্যাম্পেইনকে নতুন দিক-নির্দেশনা দিয়েছে। সেই স্লোগানের ভিত্তিতেই আমার ক্যাম্পেইন নতুন স্লোগান- ভোট ফর দ্য হোমো নট ফর দ্য ক্যুমো প্রচারণায় সোচ্চার হয়ে উঠেছে। ১০ মিনিট সময়ের সারাক্ষণই সিন্থিয়া একই বিষয়কে কেন্দ্র করে ঘোরপাক খান।
ভোট ফর ক্যুমো, নট দ্য হোমো শীর্ষক স্লোগান সম্বলিত পোস্টারগুলোর মুখ্য উদ্দেশ্য ছিল এড কচের সেক্সুয়ালিটির ( লিঙ্গগত) ব্যাপারে হোমোআতঙ্ক ও কটাক্ষকে কাজে লাগিয়ে ফায়দা লুটা। এ ধরনের পোস্টারের পেছনে গভর্নর ক্যুমোর কোন হাত ছিলনা বলে তার নির্বাচনী প্রচারকগণ জোর গলায় দাবি করেছেন। এদিকে গভর্নর ক্যুমোর একনিষ্ঠ সমর্থক খোলামেলা লেসবিয়ান সাবেক সিটি কাউন্সিল স্পীকার ক্রিস্টিন কুইন গভর্নর পদের প্রতিদ্বন্দ্বী সিন্থিয়াকে একজন আনকোয়ালিফাইড (অযোগ্য) লেসবিয়ান হিসেবে অভিহিত করেছেন।
প্রাপ্ত তথ্যানুসারে ম্যানহাটানের গ্রীনউইচ ভিলেজের দ্য ভিলেজ ইন্ডিপেন্ডেন্ট ডেমক্র্যাটস ক্লাব নামক সুপরিচিত ক্লাবটি সিন্থিয়ার প্রতি সমর্থন জ্ঞাপন করেছে বলে ১৪ মে জানা গেছে। তবে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে ক্যুমোর রানিংমেট ক্যাথী হচুলের পুনর্নির্বাচনের প্রতি ক্লাবটি সমর্থন জানিয়েছে। ক্লাবের মোট ৩৮ ভোটের মধ্যে ক্যুমো পেয়েছেন মাত্র ৩ ভোট, সিন্থিয়া পেয়েছেন ২০ ভোট এবং বাকি ১৫ জন সদস্য ভোট দানে বিরত ছিলেন। আর লেফটেন্যান্ট গভর্নর হচুল পেয়েছেন ২০ ভোট এবং কাউন্সিলম্যান জুমানে উইলিয়ামস পেয়েছেন ১৪। ৪ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।