ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে আরও সাহায্যের আবেদন

ঠিকানা অনলাইন : পাকিস্তানে ভয়াবহ বন্যার তাণ্ডব অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে বন্যার পরিস্থিতির তেমন উন্নতির কোনো খবর পাওয়া যায়নি। বন্যায় পাকিস্তানে মৃত্যুর সংখ্যা বেড়ে এক হাজার ২৬৫ জনে দাঁড়িয়েছে। এই নিয়ে পাকিস্তান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। দেশটির কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখ মানুষের জন্য ব্যাপক পরিসরে মানবিক সহায়তার আবেদন জানান।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানি প্রবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক সরকারি অনুমান অনুযায়ী, বৃষ্টি ও বন্যার কারণে পাকিস্তানে ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

পাকিস্তানে ভয়াবহ এই বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন জাতিসংঘের মহাসচিবসহ বিশেষজ্ঞরা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, বিশ্বের এই মারাত্মক সংকট দেখার পরও ঘুমিয়ে চলা বন্ধের অনুরোধ জানিয়েছেন। পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী ৯ সেপ্টেম্বর দেশটি সফরের কথা রয়েছে তার। এর আগে দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রহমান জানিয়েছেন, পাকিস্তানেরর প্রায় এক-তৃতীয়াংশ পানিতে ডুবে গেছে।

বন্যায় দেশটির হাজার হাজার বাড়ি পুরোপুরি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে করে ঘরছাড়া লাখ লাখ মানুষ, সেইসঙ্গে বন্যা তাদের নিঃস্ব করেছে। অনেকে এখন তাঁবুর নিচে বসবাস করছেন।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) শনিবার তাদের সর্বশেষ রিপোর্টে জানায়, বন্যা কবলিত এলাকায় নতুন করে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এতে মধ্য জুন থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ২৬৫ জন। এর মধ্যে শিশু রয়েছে ৪৪১ জন।

দেশটির একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বন্যার কারণে দেশটির লাখ লাখ হেক্টর জমি পানির নিচে। এছাড়া অনেক রাস্তা ব্যবহারের অচল হয়েছে। এতে পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটেছে। তাই দাম হুহু করে বেড়েছে। এতে আরও অনেকে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

ঠিকানা/এম