ঠিকানা রিপোর্ট : জনহিতকর ও মানবতাবাদী সংগঠন মজুমদার ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অ্যাটর্নি নাসরীন এ মঞ্জু। তিনি জানুয়ারি মাসে এই পদে আসীন হন। এ বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদার জানান, মজুমদার ফাউন্ডেশন একটি সংগঠন, যা শিক্ষার প্রসার, সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং গণমানুষের হাউজিং সমস্যার সমাধানে ২০০৫ সাল থেকে নিরলস কাজ করে আসছে। ফাউন্ডেশনের বার্ষিক স্কুল সাপ্লাই বিতরণী অনুষ্ঠান নিউইয়র্ক শহরের একটি বৃহৎ এবং সাড়া জাগানো কার্যক্রম, এর সুবিধাভোগীর সংখ্যা ইতিমধ্যে মিলিয়নের অধিক। মজুমদার ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সি অ্যাওয়ার্ডের শনাক্তকারী একটি সংগঠন হিসেবে রেজিস্ট্রিকৃত। অ্যাটর্নি নাসরীন এ মঞ্জু মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশের আইনজীবী ও ইন্ডিপেন্ডেট কনসালটেন্ড মোহাম্মদ এন মজুমদারের কন্যা। তিনি বিগত বছরগুলোতে ওই ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করে আসছেন। নাসরীন এ মঞ্জু আইনজীবী হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
মোহাম্মদ এন মজুমদার আরো বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে আমি সব সময় থাকব ও দায়িত্ব পালন করব। নাসরীন এ মঞ্জু ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি দায়িত্ব নেওয়ায় সংগঠনের কাজ আরো বাড়তে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য তিনটি। একটি হচ্ছে শিক্ষার প্রসার। শিক্ষার প্রসারের জন্য আমরা স্কুল সাপ্লাই বিতরণ করে থাকি। পাশাপাশি আমরা শিক্ষার প্রসারে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে হেইট ক্রাইমসহ বিভিন্ন ক্রাইমের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, কেউ অপরাধের শিকার হলে তাদের পাশে দাঁড়ানো ও সহায়তা করা, সেই সঙ্গে মানুষকে অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আসা। তৃতীয়ত, আমরা যে কাজটি করি, তা হলো যারা সিটিতে হাউজিং সমস্যায় আছেন, তাদের সেই সমস্যা সমাধানের জন্য সেকশন-৮ থেকে শুরু করে সিটির বিভিন্ন হাউজিং প্রকল্পে সহায়তা করা। তিনি বলেন, আমরা তিনটি কাজকেই প্রাধান্য দিয়ে করছি। তাই কাজের পরিধি আর বাড়াতে চাই না।