মজুমদার ফাউন্ডেশনের বার্ষিক ডিনার সম্পন্ন

নিউইয়র্ক :: মজুমদার ফাউন্ডেশনের অনুষ্ঠানে অতিথি ও আয়োজকবৃন্দ। মজুমদার ফাউন্ডেশনের

ঠিকানা রিপোর্ট : ব্রঙ্কসের মেডিটেরিয়ান রেস্টুরেন্ট ওয়াসিসে নিউইয়র্কের স্বনামধন্য নন-প্রফিট সংস্থা মজুমদার ফাউন্ডেশনের ভলেন্টিয়ার এপ্রিসিয়েশন ডিনার গত ৯ ফেব্রুয়ারি
অনুষ্ঠিত হয়েছে। এতে স্বেচ্ছাসেবী কাজের জন্য নুহেল চৌধুরী, ফাইয়াজ করিম, আমির অন্তরা, জামান মাহমুদ, আনিস ভূঁইয়া, সবিকুল নাহার, নিহান, রাইহান, হুমার ফারিজা ও তাহামাকে ট্রফি প্রদান করা হয়। এ ছাড়া মজুমদার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী কাজকে এগিয়ে নেওয়ার জন্য অসাধারণ অবদান রাখায় সিনেটর শেখ রহমান, অ্যাটর্নি ব্রুশ ফিসার, রাপ-৪ ব্রিজের ডাইরেক্টর সেনা মৌ মক রায়কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, মজুমদার ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে সর্বস্তরের গণমানুষের কল্যাণে জনহিতকর কার্যক্রম, যেমন বার্ষিক স্কুল সাপ্লাই বিতরণ, বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং গণমানুষের কল্যাণে হাউজিং এক্সিকেশন করে যাচ্ছে।
মজুমদার ফাউন্ডেশনের বার্ষিক স্কুল সাপ্লাই বিতরণী অনুষ্ঠানটি নিউইয়র্কের একটি বিশেষ কার্যক্রম হিসেবে সর্বমহলে সমাদৃত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনেটর শেখ রহমান, সিনেটর নাটালিয়া ফারনাদেস, রাপ-৪-এর পরিচালক সেনা সেকরা, অ্যাটর্নি ব্রুশ ফিসার, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট মইনুল হক চৌধুরী হেলাল, আব্দুর রহিম বাদশা, জামাল হোসাইন, এমডি আলাউদ্দিন, খলিলুর রহমান, মঞ্জুর চৌধুরী জগলুল, রেজা আব্দুল্লাহ, আরিফ রেজা, রাশেদ মজুমদার প্রমুখ।