ঠিকানা অনলাইন : ‘সোনা কিতনা সোনা হ্যায়’, ‘আপকে আ জানে সে’- তার ঝুলিতে এমন অসংখ্য হিট গান। আশির দশকের অন্যতম জনপ্রিয় হিরো গোবিন্দ। তার নাচের ভঙ্গিমা বহুজনের অনুপ্রেরণা। এখনো সেই রং কিন্তু ফিকে হয়ে যায়নি।
সম্প্রতি একটি নাচের রিয়েলিটি শোতে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন নায়ক। সঙ্গে এসেছিলেন স্ত্রী সুনীতা অহুজা এবং মেয়ে টিনা অহুজা। সেই মঞ্চেই প্রকাশ্যে স্ত্রীর সঙ্গে নায়কের কাণ্ড দেখে লজ্জায় মুখ ঢাকা দিতে হলো মেয়েকে।
এমন কী করলেন গোবিন্দ? মঞ্চে গানের তালে তাল মেলাচ্ছিলেন গোবিন্দ। পাশে ছিলেন স্ত্রীও। রোমান্টিক গানে স্ত্রীকে পাশে পেয়ে প্রকাশ্যে সুনীতার গালে এঁকে দিলেন চুমু। মা-বাবার এই কাণ্ড দেখে আর মেয়ে যায় কোথায়! লজ্জায় তার দুগাল লাল। নিজের ওড়না দিয়ে মুখ ঢাকা দিলেন।
মঞ্চে স্ত্রী সুনীতাই এত দিনের জমে থাকা ইচ্ছা প্রকাশ করেন। বলেন, ‘উনি এত বছরেও আমার সঙ্গে নাচ করেননি।’ তবে সঠিক উত্তর দিতেও ছাড়েননি গোবিন্দ। বললেন, ‘আমিও তো এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম।’
তারপর মঞ্চে তাদের পারফরম্যান্স দেখে অবাক সবাই। জাপটে ধরে চুমু খেলেন স্ত্রীকে। একদিকে মা-বাবার এই কাণ্ডে যেমন লজ্জিত মেয়ে, অন্যদিকে হাসি চাপতে পারলেন না নেহা কক্কর, বিশাল দাদলানিরাও। সূত্র : হিন্দুস্তান টাইমস
ঠিকানা/এনআই