মধুমাস

শান্তা সাহা :

ফাগুন মানেই প্রেম কি?
গয়লা পাড়ার ময়লা বউ ফাঁস
পরলো গলায় এমন মধুমাসে
প্রেম কি তবে আসেনি ধারেপাশে?

ফাগুন মানেই লাল কি?
রাঙা কাকির রাঙা সিঁথি চৈত্রে হল ধূ ধূ…
রাঙা ফাগের রঙিন আবীর রইল পথেই শুধু!

মিথ্যেই এসব প্রলাপ…
ফাগুন মানেই ভালোবাসা?
বারুদ বোমা উড়ে গিয়ে মৃত্যু ক্ষতে ভরে গিয়ে
দেশ হয়েছে এমন সর্বনাশা!

ফাগুন মানেই কৃষ্ণচূড়া, অশোক, পলাশ, শিমুল?
বাক-বিতর্ক ভুলে দেশটা পালটে যাবে আমূল?

এসব কিছুই হয় না…
ফাগুন ঝরায় আগুন!
তারই গনগনে ঐ আঁচে মানুষ,
তবু পুড়তে পুড়তে বাঁচে!

পুড়তে পুড়তে যেটুকু তার রয়
তারেই বুঝি ভালোবাসা কয়…!