নিউ ইয়র্ক : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বিশিষ্ট লেবার ইউনিয়ন লিডার মাফ মিসবাহ উদ্দিন বলেছেন, আমেরিকার মূল্যবোধ সমুন্নত রাখা, ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ইউএস সিনেট ও কংগ্রেসে ডেমক্র্যাটদের বিপুল বিজয়ের লক্ষ্যে বাংলাদেশীসহ সাউথ এশিয়ানদের জোরালোভাবে কাজ করতে হবে। গত ৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় ব্রঙ্কস চ্যাপ্টারের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ব্রঙ্কসের খানস টিউটরিয়াল হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হক এবং পরিচালনা করেন সেক্রেটারি মোজাম্মেল হোসেন মুরাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসাল ন্যাশনাল কমিটির করেসপন্ডিং সেক্রেটারী জেড মাতালন, ব্রঙ্কস চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমান, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. নাসির মিয়া, ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট প্রফেসার সায়েম মোস্তাকিম, প্রফেসার মোখলেসুর রহমান প্রমুখ। অ্যাসাল সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।