সুব্রত চৌধুরী
মন খারাপের বিকেলগুলো তোমায় খুঁজে ফেরে
চুপকথারা মাথা কুটে স্মৃতির ডানা নেড়ে।
সিল্কি চুলে ইলিবিলি মন খারাপের বিকেল
বিষণ্ন মন উঠত হেসে সদ্য যেন নিকেল।
মন খারাপের বিকেলগুলো হাতে রেখে হাতে
ঝোপের আড়ে কড়া নাড়ে দারুণ সুখে মাতে।
মন খারাপের বিকেলগুলো খেয়াবাঁধা ঘাটে
গুড়ু গুড়ু দেওয়া ডাকে সুরুজ নামে পাটে।
মন খারাপের বিকেলগুলো পায়ে পায়ে এসে
ঘাটে বাঁধা পানসি নৌকায় যায় যে দূরে ভেসে।
মন খারাপের বিকেল শেষে যখন নামে সন্ধ্যে
রুপোর সিকি ঝিকিমিকি ছলাৎ ছলাৎ ছন্দে।
লেখক : ছড়াকার, আটলান্টিক সিটি