মরগান রোমানোর মাথায় নতুন মিস ইউএসএ’র মুকুট

মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

নিউইয়র্ক : কংগ্রেসম্যান হাকিম জেফরিজের অভিষেক অনুষ্ঠানে মূলধারার রাজনীতিবিদরা।

ঠিকানা রিপোর্ট : বিতর্কের মুখে মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল এই সপ্তাহান্তে তার মিস ইউএসএ মুকুট তুলে দিলেন মিস নর্থ ক্যারোলিনা মরগান রোমানোর মাথায়।
গত অক্টোবরে স্টেটসাইড প্রতিযোগিতায় মিস ইউএসএ শিরোপা জেতার পর গ্যাব্রিয়েল সহ-প্রতিযোগীদের কাছ থেকে কারচুপির অভিযোগের সম্মুখীন হন।
তিনি দশ বছরের মধ্যে প্রথম আমেরিকান যিনি জানুয়ারি মাসের শুরুর দিকে মিস ইউনিভার্স শিরোপা জিতেছেন।
পেজেন্ট সার্কেল অনুসারে, অবার্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানটি মিস আলাবামা টিন ইউএসএ এবং মিস আলাবামা ইউএসএ ২০২৩-এর প্রাথমিক প্রতিযোগিতার সময় অনুষ্ঠিত হয়।
কারণ গ্যাব্রিয়েল মিস ইউনিভার্সের মুকুট অর্জন করেন। প্রথম রানারআপ রোমানো মিস ইউএসএ হিসেবে তার স্থান দখল করেন। রোমানো একজন রাসায়নিক প্রকৌশলী এবং সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। শিরোপা লাভের পর ২৮ জানুয়ারি শনিবার রোমানো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। আমার সব তোমার, ইউএসএ।’ রোমানো ২৬ জানুয়ারি বৃহস্পতিবার তার আলমা ম্যাটারকে
বলেন, পুরুষ-প্রধান শিল্পে কাজ করা এবং প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করা ‘প্রায় হান্না মন্টানার দ্বৈত জীবন।’
গ্যাব্রিয়েল ২০২২ সালের অক্টোবরে মিস ইউএসএ শিরোপা জয়ের পর অনেক প্রতিযোগী তাকে অভিনন্দন জানানোর পরিবর্তে মঞ্চ থেকে চলে যান। কেউ কেউ তখন দাবি করেন যে মিস ইউএসএ সংস্থা হয় প্রতিযোগিতায় কারচুপি করেছে বা টেক্সাস থেকে বিজয়ীকে ব্যাপকভাবে সমর্থন করেছে। তারা গ্যাব্রিয়েল এবং মিস ইউএসএ স্পনসরদের মধ্যে স্বার্থের দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করেন।
মিস মিসৌরি মিকালা ম্যাকঘি বলেন, ‘অনেক মেয়ের মনে হয়েছিল যে যারাই প্রতিযোগিতা করুক না কেন এটি আর’বনির জন্য শুরু থেকেই সংগঠনের পরিকল্পনা ছিল।’
১৪ জানুয়ারি মিস ইউনিভার্স খেতাব জেতার পর, গ্যাব্রিয়েল অভিযোগগুলো ‘বড় ধরনের বিভ্রান্তি’ বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, ‘সবচেয়ে কঠিন অংশটি ছিল মিস ইউএসএ হিসেবে মাঝে মাঝে আমার কণ্ঠস্বর ছিল না বলে মনে হয়েছে। আমি নিজের পক্ষে দাঁড়াতে এবং বলতে চেয়েছি, ‘আরে, এটি মিথ্যা। এটি খুব হতাশাজনক।’
আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়লাভের পর গ্যাব্রিয়েল আরও কারচুপির অভিযোগের সম্মুখীন হন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানুয়ারি মাসে এক সামরিক সভায় বলেই ফেলেন যে প্রথম রানার আপ আমান্ডা দুদামেলের কাছ থেকে মুকুটটি ‘চুরি’ হয়েছে।
মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রধান নির্বাহী অ্যামি এমমেরিচ ১৮ জানুয়ারি এক বিবৃতিতে গ্যাব্রিয়েলের পক্ষে বলেন, তিনি ‘একজন শক্তিশালী এবং নিবেদিতপ্রাণ প্রতিযোগী’ এবং ‘সঠিক মিস ইউনিভার্স’।